নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ | প্রিন্ট
গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ সকাল ৯ টায় নিজ বাড়ির পাশে টঙ্গী দারুস সালাম মাদ্রাসা কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাড. মো. আজমত উল্লা খান। এ সময় বিপুল সংখ্যক কর্মী সমর্থক তার সঙ্গে উপস্থিত ছিলেন।
ভোট দিয়ে বের হয়ে ভিক্টরি চিহ্ন দেখিয়ে তিনি গণমাধ্যমকে বলেন, নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে। ভোটাররা স্বতঃস্ফূর্ত ভোট দিচ্ছেন। জয় নৌকারই হবে।
আজমত উল্লা আরও বলেন, নির্বাচনে জয়-পরাজয় মেনে নেব। নির্বাচনে বিজয়ী হলে সকল কাউন্সিলর ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে সঙ্গে নিয়ে নতুন করে গাজীপুর সিটিকে সাজাবো।
Posted ০৭:৪৭ | বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain