| শনিবার, ০৭ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
সাদিয়া চৌধূরী লিসা, ফিনল্যান্ডঃ সরকারের তল্পিবাহক না হয়ে প্রহসনের এই নির্বাচন অবিলম্বে স্থগিত করার আহবান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফিনল্যান্ড শাখা। দলের নেতৃবৃন্দ সরকারের প্রতি অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনকে ভয় পায় বলে একতরফা প্রহসনের নির্বাচন করতে চায়।শনিবার দুপুরে ফিনল্যান্ড স্বেচ্ছাসেবক দলের এক কর্মীসভায় নেতারা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, একতরফা নির্বাচনে কোনো ব্যক্তি বা দলের আদেশ মানতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আদেশ দেবেন না। তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে বলুন।আপনারা দেশের জনগণ এবং রাষ্ট্রের সেবক হিসেবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন। কোনো ব্যক্তি বা দলের অবৈধ ইচ্ছা বা আদেশ পালনের হাতিয়ার হিসাবে আপনারা ব্যবহৃত হবেন না।তারা আরো বলেন, সরকারের একতরফা নির্বাচনে কমনওয়েলথ, ইউরোপীয়ান ইউনিয়ন, জাতিসংঘসহ কোনো গুরুত্বপূর্ণ রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থা পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নেয়নি। এমনকি নির্বাচন কমিশনে নিবন্ধিত অধিকাংশ পর্যবেক্ষক সংস্থা ও সংগঠন পর্যবেক্ষনের জন্য আবেদন করেননি। কেবল তাই নয়, এক তরফা নির্বাচনে শিক্ষক সমাজের একটি বৃহৎ অংশ দায়িত্বপালনে অপরাগতা প্রকাশ করেছেন।
ফিনল্যান্ড বিএনপির নেতৃবৃন্দ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চলমান আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফিনল্যান্ড বিএনপির সভাপতি জামান সরকার, সিনিয়র সহসভাপতি বদরুম মনির ফেরদৌস, সহসভাপতি মোঃ আওলাদ হোসেন, সহসভাপতি নাসির খান, আবদুল্লাহ আল মাসুদ, সাধারন সম্পাদক মিজানুর রহমান মিঠু, যুগ্ম সম্পাদক নিজামউদ্দিন নিজাম, তাপস খান, ফিনল্যান্ড যুবদলের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক ইব্রাহিম খলিল, ফিনল্যান্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি তাজুল ইসলাম, সাধারন সম্পাদক রাইসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন, নাসির উদ্দিন মজুমদার, মোস্তাক সরকার, নাজমুল হাসান, আরিফ আহমেদ, গাজী জসিম, সাজিদ খান জনি, ফাহমিদ উস সালেহীন প্রমুখ।
Posted ১৬:২৯ | শনিবার, ০৭ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin