| শনিবার, ০৪ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
মনিরুজ্জামান মনি, ৪ জানুয়ারি : দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যেভাবে আলোচনার ঝড় তোলার কথা ছিল তার কানাকুটোও নেই। নিরুত্তাপ এই নির্বাচন নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি আগ্রহ নেই তারকাদেরও। বেশ কয়েকজন তারকার সাথে কথা বলে উল্লেখযোগ্য কয়েকজনের অনুভূতি তুলে ধরা হলো পাঠকদের জন্য।
আবুল হায়াত : আমি প্রতিবারই ভোট দেই। আমি শান্তিনগর এলাকার ভোটার। এবার যে নির্বাচন হচ্ছে তাইতো জানি না! কোনো প্রচার প্রচারণা নেই। কোনো প্রার্থী নেই। এবার ভোট নিয়ে কোনো আগ্রহ আমার নেই। তাই এই ব্যাপারে কিছু বলতে পারবো না।
মাহফুজ আহমেদ : ভোট নিয়ে আর কী বলবো? আমি একজন অভিনেতা ও বাংলাদেশের সচেতন মানুষ। এ বিষয়ে দেশের রাজনৈতিক বিশ্লেষকরাই বলতে পারবেন। আমি লক্ষ্মীপুর-১ আসনের ভোটার। প্রতিবারই ভোট দিয়েছি।
লারা লোটাস : যাবো কী যাবো না তবে যাওয়া উচিত। নবম সংসদ নির্বাচনে প্রথম ভোটার হয়েছি। তখন ভোট দিয়েছিলাম। এবার এক তরফা নির্বাচন! বাসার সবাই গেলে হয়তো যাবো। তবো পুরো বিষয়টাই নির্ভর করছে পরিস্থিতির ওপর। পরিস্থিতি ভালো হলে চিন্তা করবো। ধানমন্ডির একটি স্কুলের ভোট কেন্দ্রে গতবার ভোট দিয়েছিলাম।
মিম : আমি গতবার ভোটার হয়েছি। এবার আমাদের আসনে (বেইলি রোড) রাশেদ খান মেনন আগেই নির্বাচিত হয়েছেন। তাই এবার ভোট দেয়ার দরকার নেই। ভোট দেয়ার একটা আলাদা মজা আছে। কিন্তু, এই অবস্থায় কী করে ভোট দেয়া সম্ভব হবে সাধারণ মানুষদের! তবে দেখতে যাবো কী করে ভোট হয়? হা হা হা হা ….
বেবী নাজনীন : এই নির্বাচন নিয়ে কী বলবো? এটা নিয়ে বলার কিছু নেই। হাস্যকর একটা নির্বাচন। এসব নিয়ে কিছু বলতে চাই না।
ফারজানা ছবি : আমি অভিনেত্রী। ভোট দেয়া বা না দেয়া আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এই বিষয় নিয়ে কিছু বলতে চাই না।
চাষী নজরুল ইসলাম : ভোট কী করে দেব? ভোট নিয়ে এত আগ্রহ নেই। আর আমাদের কমলাপুর এলাকায় রাশেদ খান মেনন আগেই নির্বাচিত হয়ে গেছেন। কাল সারাদিন বাসায় থাকবো। চা-নাস্তা খাবো। ঘরে বসে সময় কাটাবো।
Posted ১৪:২৪ | শনিবার, ০৪ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin