| শুক্রবার, ২২ নভেম্বর ২০১৩ | প্রিন্ট
নিজস্ব প্রতিনিধি, লুটন : বিরোধী দলের শীর্ষস্থানীয় নেতাদের মিথ্যা মামলায় গ্রেফতার, নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন এবং বিএনপির সাংগটনিক সম্পাদক জননেতা এম ইলিয়াস আলীকে সুস্থ অবস্তায় ফিরে পাওয়ার দাবিতে লুটনের স্থানীয় একটি হলে গত ২০শে নভেম্বর লুটন যুবদলের উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় l
লুটন যুবদলের সভাপতি মমিনুর রহমান মুরাদের সভাপতিত্বে, সাধারন সম্পাদক আনিসুর রহমানের পরিচালনায় উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক হুসাইন আহমেদ চৌদুরি, মোসতাক আহমেদ, সাদিকুর রহমান, অর্থ সম্পাদক এনাম হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক মুহিব মিয়া, যুবনেতা জাহাঙ্গীর আলম, জামান আহমেদ, রূএজ আহমেদ, জুবের আহমেদ, তারেক আহমেদ নাজিম খান, কামরান আহমেদ, রবিউর রহমান, তুহিন আহমেদ, তানিম ইসলাম সহ আরো অনেকে l
সভাপতির বক্তবেই মমিনুর রহমান মুরাদ বলেন আওয়ামী মিথ্যা ও ষড়যন্ত্রমুলক অর্থ পাচার মামলায় আমাদের প্রিয় নেতা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান খালাস পেয়েছেন। এর দ্বারা প্রমাণিত হল আওয়ামী বাকশালী সরকার তারেক রহমানের জনপ্রিয়তায় ইর্শ্বান্নিত হয়ে তার ভাবমুর্তী ক্ষুন্ন করার জন্য এ মামলা দায়ের করেছিল। তিনি আরো বলেন এই সরকার অবৈদ ভাবেই নির্বাচনের পরিকল্পনা করতেসে যা সম্পূন অগণতান্ত্রিক, তারা যতোই চালাকি করুক না কেন জনগনের চোখে ফাকি দিতে পারবেনাl আওয়ামী সরকারের মিথ্যা এবংঅগণতান্ত্রিক কথা বার্তার নিন্দা জানান, বলেন শেখ হাসিনা কেদে কেদে বললেন উনি জনগণকে ভালবাসেন তিনি আর প্রধান মন্ত্রী হতে চান না, কিন্তু এখন তিনি মন্ত্রী-প্রধান, মিথ্যার সাথে আরো একটা বড় মিথ্যা l বিরোধী দলকে দমানোর জন্য নির্বিচারে গ্রেফতার চালিয়ে দলীয় সরকারের অধীনে নির্বাচন করার ফন্দিকে যে কোনো মূল্যে প্রতিহত করা হবে। তিনি আরো বলেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য জননেতা এম ইলিয়াস আলীকে গুমের ঘটনায় তীব্র ক্ষোভ,নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন।
সৈরাচার বিরোধী গনতান্রিক ছাত্র আন্দোলনের প্রাণ পুরুষ ,জাতীয়তাবাদী শক্তির সূর্য সৈনিক ,আওয়ামী বাশালীদের কাছে মূর্তমান আতংক, রাজপথের সাহসী যোদ্ধা,সিলেটের মানুষের প্রানের স্পন্দন সাবেক সংসদ সদস্য এম,ইলিয়াস আলীকে বাকশালী সরকারের পেটুয়া বাহিনী দ্বারা গুমের ঘটনায় নিন্দা,ধিক্কার ও তীব্র প্রতিবাদ জানান।
এই অগণতান্ত্রিক সরকারকে হুঙ্কার দিয়ে বলেন, অবিলম্বে এম ইলিয়াস আলী কোথায় আছেন, কেমন আছেন, কি কারণে তাকে আটক করা হয়েছে এর সুষ্পষ্ট জবাব দিতে হবে, অন্যতায় দেশে ও দেশের বাইরে এই খুনি সরকারের বিরুদ্ধে দুর্বার গন আন্দোলন গড়ে তুলে বাকশালীদের এই বর্বর শাসনের পতন নিশ্চিত করা হবে। তিনি অবিলম্বে জনতার ইলিয়াস আলীকে জনতার মাঝে ফিরিয়ে দেওয়ার দাবী জানান।
Posted ০০:৪১ | শুক্রবার, ২২ নভেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin