| বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০১১ | প্রিন্ট
বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব ডাকসুর ভিপি আমানউল্লাহ আমান প্রবাসে বিএনপি নেতা-কর্মীদের সুসংগঠিত হয়ে বাংলাদেশে স্বৈরশাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠনের আহবান জানিয়েছেন।
ব্যক্তিগত সফরে ২২ ফেব্রুয়ারি আমিরাত এয়ারলাইন্সে জেএফকে এয়ারপোর্টে অবতরণ করলে যুক্তরাষ্ট্র বিএনপির নেতা-কর্মীরা তাকে অভ্যর্থনা জ্ঞাপনের সময় এ আহবান জানান জনাব আমান। বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীদের সাথে সরকার দলীয় অত্যাচার-নির্যাতনের সংক্ষিপ্ত চিত্র উপস্থাপনের পর জনাব আমান বলেন, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার বাসা নিয়ে সরকার যে আচরণ করেছে তার মাধ্যমেই অনুমান করা সহজ হয় যে বাংলাদেশের সাধারণ মানুষ কেমন দু:সহ জীবন-যাপনে বাধ্য হচ্ছেন। উল্লেখ্য যে, সপ্তাহখানে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তিনি যুক্তরাষ্ট্র বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করবেন। ২৫ ফেব্রুয়ারি আসছেন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক নাজিমউদ্দিন আলম। এ দু’নেতার উপস্থিতিতে যুক্তরাষ্ট্র বিএনপির ঐ মতবিনিময় সভা হবে বলে যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আব্দুল লতিফ সম্রাট এনাকে জানান। উল্লেখ্য যে, এয়ারপোর্টে জনাব সম্রাটের সাথে আরো ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সহসভাপতি গিয়াস আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, বিএনপি নেতা ও তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারম্যান আকতার হোসেন বাদল, জাসাস কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক গোলাম ফারুক শাহীন, বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম ও আজাদ বাকির, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, যুক্তরাষ্ট্র যুবদলের সেক্রেটারী আবু সাঈদ আহমেদ, মিজানুর রহমান, তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির সহসভাপতি গোলাম হোসেন, যুগ্ম সম্পাদক রুহুল আমিন নাসির, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সভাপতি ও যুক্তরাষ্ট্র বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, বিএনপি নেতা এম এ খালেক আকন্দ, হাজী সোলায়মান ভূইয়া, জিল্লুর রহমান, আবুল বশর, শাহাদত হোসেন রাজু প্রমুখ।
Posted ০০:০৫ | বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০১১
Swadhindesh -স্বাধীনদেশ | admin