নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ | প্রিন্ট
জয়পুর-দিল্লি-চেন্নাই ইন্ডিগো ফ্লাইটে এক নারী যাত্রীকে ‘শ্লীলতাহানি’ করার অভিযোগে ৪৫ বছর বয়সী এক ব্যাক্তিকে গ্রেফতার করেছেন পুলিশ। ফ্লাইটটি নয়াদিল্লি থেকে চেন্নাইতে যাচ্ছিল। জানা গেছে, ওই নারী যাত্রীকে বাজে উদ্দেশ্যে স্পর্শ করেছিলেন সেই ব্যাক্তি।
ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের বরাত দিয়ে জানা গেছে, ঘটনাটি বুধবার (৯ অক্টোবর) ঘটেছে। ফ্লাইটে অভিযুক্ত রাকেশ শর্মা এবং‘শ্লীলতাহানি’র শিকার দু’জনই জয়পুর থেকে চেন্নাই ফিরছিলেন।
জানা গেছে, উক্ত নারী ফ্লাইটের ভিতরে একটি জানালার সিটের পাশে বসে ছিলেন। এসময় অভিযুক্ত রাকেশ শর্মা তাকে পিছন থেকে নোংরা উদ্দেশে স্পর্শ করেন। এমনই অভিযোগ করেছেন সেই নারী। ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে চেন্নাই পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
৪৫ বছর বয়সি রাকেশ পেশায় মার্বেল টালি লেয়ার। গত ৯ অক্টোবর চেন্নাই বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের পর তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় পুলিশ ওই নারীকে লিখিত অভিযোগ দায়ের করতে সহায়তা করে এবং এরপরই তদন্ত শুরু হয়। ইন্ডিগো এয়ারলাইন্স এখনও এই ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।
সূত্রঃ ইন্ডিয়া টুডে
Posted ১০:১৫ | শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain