| শুক্রবার, ১৮ মে ২০১৮ | প্রিন্ট
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সঙ্গে সম্পর্কিত কয়েকটি স্থানে তল্লাশি চালিয়ে সেসব জায়গা থেকে বিলাসসামগ্রীর ২৮৪টি বাক্স এবং রিঙ্গিত ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, ঘড়ি ও অলংকারসহ ৭২টি হ্যান্ডব্যাগ জব্দ করেছে দেশটির পুলিশ। অভিযানগুলো মূলত নাজিবের অফিস, বাসভবন ও তার মালিকানাধীন আরো কয়েকটি স্থানে চালানো হয়।
মালয়েশিয়া পুলিশের কমার্শিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট প্রধান অমর সিং জানান, বৃহস্পতিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বিভিন্ন স্থানে অভিযানগুলো পরিচালিত হয়। রাষ্ট্রীয় উন্নয়ন তহবিল ওয়ানএমডিবি’র অর্থ আত্মসাৎ মামলার পুনঃতদন্তের জেরে অভিযান চালানো হয়।
প্রসঙ্গত, ওয়ানএমবিডি’র ৭শ’ মিলিয়ন মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ রয়েছে নাজিবের ওপর। কেবল মালয়েশিয়া নয়, যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশের আর অর্থআত্মসাতের গুরুতর এঅভিযোগ ওঠাই পূর্বসূরি ও একসময়ের মিত্র মাহাথির মোহাম্মদের কাছে নির্বাচনে পরাজয়ের মূল কারণ বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এদিকে, নাজিবের আইনজীবী বলেন, অভিযানগুলোর কোনও পরোয়ানা ছিল না। এটি সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণভাবে করা হয়েছে। নাজিব ও তার পরিবারের সম্মানহানি করাই এর মূল উদ্দেশ্য। বিবিসি
Posted ১৩:২২ | শুক্রবার, ১৮ মে ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain