| বুধবার, ১১ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট
ছনি চৌধুরী , নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ পৌরসভার উদ্দ্যেগে গতকাল সকালে পৌর পরিষদের মাঠে ৩৯০ অসহায় ও দুস্থ গরীব লোকদের মাঝে কম্বল বিতরন করেন।অনুস্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দুস্থদের কম্বল বিতরন করেন নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ্য এম এ মুনীব চৌধুরী বাবু,পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী,প্যানেল মেয়র এটি এম সালাম পৌর কাউন্সিলর আলাউদ্দিন আহমেদ,বাবুল দাশ,আব্দুস সালাম,জায়েদ চৌধুরী,প্রানেশ দেব,সুন্দর আলী,কবির মিয়া,রোকেয়া বেগম,ফারজনা আক্তার পারুল,নাছিমা বেগম,সচিব আজম উদ্দিন, পৌর প্রকৌশলী ভবি মুজমদার,হিসাব রক্ষক জালাল উদ্দিন,ইন্সেপেক্টর সুকেশ চক্তবর্তী,সরাজ মিয়া,পৃথিস চক্তবর্তী,তপন কুমার চন্দ্র,নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন,সাধারন সম্পাদক মোঃ আলমগীর মিয়া,নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন মিঠু,সাবেক সাধারন সম্পাদক শাহ মিজানুর রহমান মিজান, আবু তালেব,যুগ্ম সাধারন সম্পাদক বুলবুল আহমেদ,কোষাধক্ষ আব্দুর রকিব হক্কানী,সানিউর রহমান তালুকদার,নাবিদ আহমেদ,ছনি চৌধুরী প্রমুখ।
Posted ১২:০৪ | বুধবার, ১১ জানুয়ারি ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | admin