| শনিবার, ১৮ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
ঢাকা, ১৮ জানুয়ারি : দশম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যে নতুন সরকার ক্ষমতায় এসেছে তা বেআইনি না হলেও বৈধ নয় বলে মন্তব্য করেছেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ। তিনি বলেন, নির্বাচনে যখন সব জনগণ ভোট দিবে তখন সেই সরকারকে বৈধ বলা যাবে। অন্যথায় নয়।
শুক্রবার ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বিজনেস কমিউনিকেটর (আইএবিসি) এর ব্র্যাক বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত জাতিসংঘের সাধারণ পরিষদের আদলে করা ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।
আর্মি গলফ ক্লাবে এ অনুষ্ঠানটির উদ্বোধন হয়।
তিনি বলেন, ভোটে অংশগ্রহণের সুযোগ থেকে জনগণ বঞ্চিত হওয়ার কারণে দশম জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। তাই ভালো একটি নির্বাচন করতে আরেকটা নির্বাচন লাগবে। এজন্য দুই দলকে সমানভাবে নিজেদের পরিবর্তন করতে হবে এবং তাদের আচরণে পরিবর্তন আনতে হবে।
নির্বাচনে সবাই ভোট দিলে যে সরকার আসবে সেটাই হবে বৈধ সরকার উল্লেখ করে তিনি বলেন, দুই মহাজোট যত তাড়াতাড়ি আরেকটি নির্বাচন করতে পারবে, তত তাড়াতাড়ি দেশে গণতন্ত্র ফিরে আসবে।
ফজলে হাসান আবেদ বলেন, দুই দল মিলে যদি নাগরিক অধিকার ফিরিয়ে দিতে পারে, সেটাই হবে গণতন্ত্রের সবচেয়ে বড় পাওয়া। সবাই মিলে যদি চেষ্টা করি, দুই দল মিলে যদি সুচিন্তিতভাবে কাজ করে, তাহলে তা সম্ভব।
জামায়াতে ইনলামী নিষিদ্ধ প্রসঙ্গে ব্রাকের প্রতিষ্ঠাতা বলেন, জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করলে যদি সহিংসতা বন্ধ হয়, তাহলে তা করা উচিত। কিন্তু নিষিদ্ধ করলেই সহিংসতা বন্ধ হবে, এমনটা নয়। অনেক সময় নিষিদ্ধ করলে সহিংসতা বাড়তে পারে। যদি নিষিদ্ধ না করে সহিংসতা বন্ধ করা যায়, তাহলে সেই ব্যবস্থা করা উচিত। নিষিদ্ধ করলে তারা আন্ডারগ্রাউন্ডে চলে যেতে পারে। তাদের সঙ্গে নিয়ে কিভাবে কাজ করা যায়, সেই ব্যবস্থা করা উচিত।
অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত লি ইউন ইয়াং, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভিসি আইনুন নিশাত বক্তব্য রাখেন।
উল্লেখ্য, বাংলাদেশে প্রথমবারের মতো এই ছায়া জাতিসংঘ সভার আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।এতে দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে ৪১২ জন তরুণ প্রতিনিধি অংশ নিচ্ছেন।
Posted ১৮:০৭ | শনিবার, ১৮ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin