| মঙ্গলবার, ০৮ জানুয়ারি ২০১৯ | প্রিন্ট
স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল , নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচন এবং ২০ দলীয় জোটের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে লন্ডনের ফরেন এন্ড কমন অফিসের সামনে বিক্ষোভ করেছে যুক্তরাজ্য বিএনপি ও ২০ দলের নেতা কর্মীরা। ৮ জানুয়ারী মঙ্গলবার অনুষ্ঠিত ওই বিক্ষোভ কর্মসূচীতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিএনপি ও ২০ দলীয় জোটের নেতা কর্মীরা অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বিভিন্ন শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন এবং শেখ হাসিনার বিরুদ্ধে শ্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।
বিক্ষোভ কর্মসূচী শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা ৩০ ডিসেম্বরের নির্বাচনকে প্রশাসন নিয়ন্ত্রিত কারসাজির নির্বাচন উল্লেখ করে বলেন, ‘ভোটের আগের রাতেই সারা দেশের ভোট কেন্দ্রগুলোতে সিল মেরে ভোটের বাক্স ভর্তি করে রাখা হয়। ফলে জনগন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। জনগন ভোটাধিকার প্রয়োগ করতে পারলে আওয়ামী লীগের ভরাডুবি ঘটতো।’
বক্তারা আরো বলেন, ভোটের ফলাফল দেখেই বুঝা যায় নির্বাচনে কী পরিমান ভোট ডাকাতি হয়েছে। বহু আসনে মোট ভোটারের চেয়ে হাজার হাজার বেশী ভোট কাস্ট হয়েছে। নির্বাচনের দিন ভোট কেন্দ্রগুলোতে বিএনপির এজেন্টদের প্রবেশ করতে দেয়া হয়নি। বিএনপির ভোটারদের কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয়নি, অনেক মহিলা ভোটারদের হাতে কালি লাগিয়ে দিয়ে বলা হয়েছে আপনার ভোট হয়ে গেছে, আপনি বাড়ী চলে যান।এ সমস্ত বহু প্রমানসহ দেশ বিদেশের গণমাধ্যমে ভোট জালিয়াতির খবর প্রকাশিত হয়েছে। আর তাই এই নির্বাচন বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচন এবং খালেদা জিয়ার মুক্তির দাবীতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষনা দেয়া হয় সমাবেশ থেকে।’
সমাবেশ শেষে ফরেন এন্ড কমনওয়েলথ অফিস বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কয়সর এম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রিয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, সহ আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন , যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ চৌধুরী, ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাসের শেখ, যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন, জাসাস সভাপতি এমাদুর রহমান এমাদ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম রিবলু, জামায়াতের সাবেক নেতা মুজাম্মেল হোসেন, সাবেক শিবির নেতা কাজী নুরুজ্জামান , সাবেক ছাত্রী সংস্থার নেত্রী নুসরাত জাহান সানি প্রমুখ।
Posted ০৫:৫৬ | মঙ্গলবার, ০৮ জানুয়ারি ২০১৯
Swadhindesh -স্বাধীনদেশ | Mahbub