| বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা, ১৯ ডিসেম্বর : জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে একুশে টেলিভিশনে শুরু হচ্ছে নতুন আঙ্গিকের অনুষ্ঠান ‘সম্পূর্ণ নজরুল’। কাজী নজরুল ইসলাম এখনো অনেকখানিই অজানা আমাদের কাছে।
নজরুল আমাদের সবার কাছে ভিন্ন ভিন্ন নামে পরিচিত। বিদ্রোহী , প্রেমিক, সাধক – বিবিধ পরিচিতি তাঁর। সর্ব পরিচয় মিলেমিশে একাকার হলে তবেই তিনি সম্পূর্ণ কাজী নজরুল ইসলাম। ‘সম্পূর্ণ নজরুল’ অনুষ্ঠানটিতে নজরুলের কর্মময় বিচিত্র জীবন যাপন এবং তাঁর সাহিত্য চর্চার বিভিন্নদিক ফুটিয়ে তোলার চেষ্ট করা হয়েছে। যুদ্ধকালীন সময় নজরুলের অবস্থানসহ পারিবারিক জীবনের বিভিন্নদিক উঠে আসবে এই অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানে নজরুলের উপর নির্মিত বিভিন্ন ডকুমেন্টরী সহ আবৃত্তি, পাঠ, গান এবং বিশিষ্ট জনদের স্মৃতিচারণ পরিবেশন করা হবে।
‘সম্পূর্ন নজরুল’ অনুষ্ঠানটি গবেষনা, গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন ইরশাদ আহমেদ শাহীন এবং প্রযোজনা করেছেন মারিয়া। প্রতি শুক্রবার রাত ৭টা ৫০মিনিটে একুশে টেলিভিশনে প্রচার হবে অনুষ্ঠানটি।
Posted ১৬:৩৯ | বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin