বৃহস্পতিবার ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁয় গোপনে ল্যাব সহকারী নিয়োগ, অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ

এম এম হারুন আল রশীদ হীরা   |   রবিবার, ১৯ মে ২০২৪ | প্রিন্ট

নওগাঁয় গোপনে ল্যাব সহকারী নিয়োগ, অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ
নওগাঁ : নওগাঁর বদলগাছীর রুকুনপুর আদর্শ দাখিল মাদরাসার সুপার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে গোপনে ল্যাব সহকারী পদে ওই মাদরাসা অফিস সহকারী আবদুস ছালামের মেয়ে মনীষা আক্তারকে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই মাদরাসার ম্যানেজিং কমিটির চারজন সদস্য রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, রুকুনপুর আদর্শ দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সদস্যদের না জানিয়ে মাদরাসায় সৃষ্ট পদ ল্যাব সহকারী পদে গত শুক্রবার (১৭ মে) নিয়োগ দেন। সম্পূর্ণ বিধি বহির্ভুত ভাবে মোটা অংকের উৎকোচের বিনিময়ে গোপনীয়ভাবে  নিয়োগ দেওয়া হয়েছে। এবিষয়ে তারা সুপারের নিকট জানতে চাইলে তিনি কোন রকম গুরুত্ব না দিয়ে বিষয়টি এড়িয়ে যান। এ বিষয়টি সুষ্ঠ তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দাবি জানান তারা।
এবিষয়ে জানতে চাইলে ওই মাদরাসার বিদ্যুৎসায়ী সদস্য শামিম হোসেন বলেন, আমি ওই মাদরাসার একজন বিদ্যুৎসায়ী সদস্য। আমাদের না জানিয়ে মাদরাসা সুপার ও সভাপতি যোগসাজশে ওই মাদরাসার অফিস সহকারী আবদুস ছালামের মেয়ে  মনীষা আক্তারকে গত শুক্রবার সবার অগোচরে নিয়োগ দেন। এবিষয়টি জানাজানি হলে গতকাল মাদরাসার সামনে স্থানীয়রা আন্দোলন গড়ে তোলে। এরপর আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি।
অভিভাবক সদস্য আহসান হাবিব, সোহগ হাছান ও সিদ্দিকুর বলেন, এই নিয়োগের বিষয়ে আমরা কিছুই জানিনা। আমরা জানার পর সুপারকে কল দিলে তিনি বলেন আপনাদের কেন বলতে হবে। জানতে চাইলে শিক্ষক প্রতিনিধি আতাউর রহমান বলেন, আমি শিক্ষক প্রতিনিধি হওয়ার পরও মাদরাসা সুপার আমাকে কিছুই জানাননি। এই নিয়োগের বিষয়ে আমি কিছুই জানিনা। মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি বাদশা বলেন, স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে ম্যানেজিং কমিটির সদস্যদের কাছে বিষয়টি কেন গোপন রাখা হয়েছে? এর জবাবে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। সেটা সুপার জানেন।
এ বিষয়ে জানতে মাদরাসার সুপার দেলোয়ার হোসেনের মুঠোফোনে (সরকারি ও তার ব্যক্তিগত নম্বরে) একাধিকবার কল দিলেও সেটি বন্ধ ছিল। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুল হাসান সোহাগ বলেন, এবিষয়ে এখনো কিছু জানিনা। অভিযোগ পত্র হাতে পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
Facebook Comments Box
advertisement

Posted ১৫:৩১ | রবিবার, ১৯ মে ২০২৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com