| শুক্রবার, ২৮ মার্চ ২০১৪ | প্রিন্ট
২৮ মার্চ: ইনিংসের তৃতীয় ওভারে দেশকে প্রথম সাফল্য উপহার দিলেন পেসার আল আমিন হোসেন। ইনিংসের ২.৫ ওভারে ৬ বলে ১ রান করা বাঁহাতি ওপেনার শিখর ধাওয়ানকে বোল্ড করে সাজঘরে পাঠান তিনি। এ সময় ভারতের সংগ্রহ ছিল ১ উইকেটে ১৩ রান। শেষ খবর, ৯ ওভার শেষে ভারতের সংগ্রহ ১ উইকেটে ৬৪ রান।
এ সময় রোহিত শর্মা ২৮ বলে ৪ চার ও ১ ছক্কায় ৪০ রানে ও বিরাট কোহলি ২১ রান নিয়ে ব্যাট করছিলেন।
এর আগে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরের শিরোপাপ্রত্যাশী ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করে বাংলাদেশ শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৩৮ রান করতে সক্ষম হয়। ফলে ভারতের জন্য জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৩৯ রান।
টস হেরে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশ ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই কোনঠাসা হয়ে পড়ে। তবে ওপেনার আনামুল হক ও শেষ দিকে তুমুল সমালোচিত মাহমুদুল্লাহ রিয়াদ কিছুটা প্রতিরোধ গড়ে তুলে দলকে সন্মানজনক সংগ্রহ গড়তে সাহায্য করেন।
ইনিংসের শুরু থেকেই এক প্রান্ত আগলে রাখা আনামুল হক শেষ পর্যন্ত লেগ স্পিনার অমিতহ মিশ্রের কেরা ইনিংসের ১৩ ওভারের শেষ বলে তিনি বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ৪৩ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৪ রানের দায়িত্বশীল ইনিংস খেলে। এ সময় দলীয় সংগ্রহ ১৩ ওভারে ৫ উইকেটে ৮২ রান। তারও আগে দলের বিপর্যয় আরও ঘনীভূত করে ইনিংসের ১১তম ওভারে এবার সাজঘরে ফেরেন অধিনায়ক মুশফিকুর রহিম। ভারতীয় পেসার মোহাম্মদ সামির বলে ২১ বলে ৪ চারে ২৪ রান করা মুশফিক তালুবন্দী হন ভিরাট কোহলির। এ সময় ১১ ওভার শেষে বাংলাদেশের দলীয় সংগ্রহ ছিল ৪ উইকেটে ৬৭ রান। শেষ পর্যায়ে দীর্ঘদিন ধরে ধুকতে থাকা মাহমুদুল্লাহ মাত্র ২৩ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৩ রানের হার না মানা ইনিংস খেলে দলকে এগিয়ে নেন।
ভারতের পক্ষে লেগ স্পিনার অমিত মিশ্র ৪ ওভারে মাত্র ২৬ রানের খরচায় ৩ উইকেট তুলে নেন। রবিচন্দন অশ্বিন ৪ ওভারে মাত্র ১৫ রানে ২ উইকেট তুলে নেন।
এর আগে ইনিংসের চতুর্থ ও পঞ্চম ওভারে টানা তিন উইকেট হারিয়ে মারাত্মক বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। পঞ্চম ওভারের প্রথম বলেই ভুবনেশ্বর কুমার বোল্ড করে সাজঘরে পাঠান ১ রান করা সাকিব আল হাসানকে। এর আগে চতুর্থ ওভারে রবিচন্দন অশ্বিন পর পর ফেরান তামিম ইকবাল (৬) ও আসরে প্রথম খেলতে নামা শামসুর রহমানকে।ফলে ২১ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা।
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেন পর্বের গ্রুপ ২ এর গুরুত্বপূর্ণ খেলায় টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আসরের অপরাজিত দল ভারত। ফলে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করার সুযোগ পায় স্বাগতিক বাংলাদেশ। ইতিমধ্যেই চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চলতি আসরে বেশ প্রত্যয়ী সূচনা পেয়েছে মহেন্দ্র সিং ধোনির দল।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ২০ ওভার ১৩৮/৭ (আনামুল ৪৪, মাহমুদুল্লাহ অপরাজিত ৩৩, মুশফিক ২৪, নাসির ১৬, মিশ্র ৩/২৬, অশ্বিন ২/১৫, কুমার ১/২১, সামি ১/২৯)
বাংলাদেশ দল: তামিম ইকবাল, আনামুল হক, নাসির হোসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), শামসুর রহমান, মাহমুদুল্লাহ, জিয়াউর রহমান, সোহাগ গাজী, মাশরাফি মর্তুজা, আল-আমিন হোসেন
ভারত দল: শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেশ রায়না, যুবরাজ সিং, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রবিন্দ্র জাদেজা, রবিচন্দন অশ্বিন, অমিত মিশ্র, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি
Posted ১৯:৫৫ | শুক্রবার, ২৮ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin