| শনিবার, ১৪ জুলাই ২০১৮ | প্রিন্ট
মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : ধামইরহাটে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সারাদেশের ন্যায় ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জুলাই সকাল ৮ টায় এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. মঈন উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আতাউর রহমান, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আব্দুর রাজ্জাক, প্রেস ক্লাব সভাপতি এম এ মালেক প্রমুখ।
হাসপাতাল সূত্র জানায়, সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে এ কার্যক্রম চলবে এবং উপজেলার ১৯৩টি সাব ব্লকে ৬ থেকে ১১ মাস বয়সী ২ হাজার ৪৬ জন শিশুকে নীল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ১৮ হাজার ৪৪১ জন শিশুকে লাল ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
Posted ০৩:২১ | শনিবার, ১৪ জুলাই ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | admin