| মঙ্গলবার, ০৭ মার্চ ২০১৭ | প্রিন্ট
বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী চিন্ময়ী শ্রীপদ। বিশেষ করে ‘গুরু’ ছবিতে ‘তেরে বিনা’ কিংবা ‘চেন্নাই এক্সপ্রেস’এ ‘তিতলি’র মতো গান গেয়ে নজর কেড়েছিলেন দক্ষিণী এই সংগীতশিল্পী। কিন্তু এবার এক অনাকাঙ্খিত ঘটনা ঘটলো তার সঙ্গে। ধর্ষনের হুমকি দেয়া হয়েছে তাকে। তাও আবার টুইটারে। এ গায়িকা পিটিশনে দাবি তুলেছেন, যে বা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে ধর্ষণের হুমকি বা মেয়েদের প্রতি অবমাননাকর মন্তব্য করে থাকে, তাদের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিতে হবে। এর আগেও একই ঘটনার শিকার হয়েছিলেন সংগীতশিল্পী সোনা মহাপাত্র। টুইটারে সালমন খানের ‘বিখ্যাত’ ধর্ষণ-মন্তব্যের বিরোধিতা করেছিলেন বলে!
চিন্ময়ী পুরো বিষয়টা টুইটার কর্তৃপক্ষের কানে তুলেছিলেন প্রথমেই। জবাবে কর্তৃপক্ষ জানায়, পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের না করলে কোনও পদক্ষেপ নেয়া সম্ভব নয়। এরপর সেটাও করেন চিন্ময়ী। ২০১৫ সালে জঙ্গি-সংগঠনের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন তিন লক্ষ ৬০ হাজার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল টুইটার। তাই ‘সাইবার বুলিং’এর জন্যও তারা একই ব্যবস্থা নেবে না কেন, প্রশ্ন চিন্ময়ীর। চেঞ্জ শীর্ষক একটি সংগঠনের মাধ্যমে এই বিষয়ের পক্ষে সই সংগ্রহ শুরু করেছেন এ সংগীতশিল্পী।
Posted ০৮:৪২ | মঙ্গলবার, ০৭ মার্চ ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain