| রবিবার, ৩১ মার্চ ২০১৯ | প্রিন্ট
তাকে উদ্দেশ্য করে দ্বিতীবারের হামলা থেকে প্রাণে বেঁচে ফিরেছেন আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আব্দুল রশিদ দোস্তাম। শনিবার তাকে হত্যার উদ্দেশ্যে চালানো ওই হামলায় এক দেহরক্ষী নিহত হয়েছেন। হামলার দায় স্বীকার করেছে তালেবান। খবর রয়টার্সের।
গত বছর নির্বাসন থেকে ফেরার পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো তাকে হত্যার চেষ্টা করা হলো। দোস্তামের জানবিশ পার্টির মুখপাত্র বশির আহমদ তায়েঞ্জ জানিয়েছেন, আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বলখ প্রদেশের মাজার-ই-শরীফ শহর থেকে জওজান প্রদেশে যাওয়ার পথে হামলাকারীরা দোস্তামের গাড়িবহরের চোরাগোপ্তা হামলা চালায়। এতে এক দেহরক্ষী নিহত ও আরও দুই জন আহত হন।
বশির আহমদ তায়েঞ্জ জানিয়েছেন, পরিকল্পিত একটি হামলা হতে পারে, এ বিষয়টি জানা থাকলেও দোস্তাম যেকোনো পরিস্থিতিতে জওজানে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন।
এক টুইটে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, হামলায় দোস্তামের চার দেহরক্ষী নিহত ও আরও ছয় জন আহত হয়েছেন।
আট মাস আগে কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলা চালিয়ে আরেকবার দোস্তামকে হত্যার চেষ্টা করা হয়েছিল। ওই সময়ও অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছিলেন তিনি। ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করেছিল।
Posted ১৪:১৪ | রবিবার, ৩১ মার্চ ২০১৯
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain