| শনিবার, ২৭ জুলাই ২০১৩ | প্রিন্ট
লন্ডন: শনিবার লন্ডন অ্যানিভারসারি গেমসে দৌঁড়াতে দৌঁড়াতে অজ্ঞান হয়ে যান কেনিয়ার দূরপাল্লার দৌঁড়বিদ আইরিন চিবিট চেবাটাই।
ডাক্তার সূত্রে জানা যায়, তিন হাজার মিটার দৌঁড়ে ফিনিশিং লাইনে পৌঁছার পর অক্সিজেন সমস্যার কারণে অজ্ঞান হয়ে যান তিনি।
আইরিন তিন কিলোমিটারের সেই দৌঁড় প্রতিযোগিতায় নিজের ক্যারিয়ার সেরা ৮:৫৬:২০ সময়ে লক্ষ্যে পৌঁছান। আর সব প্রতিযোগীদের মধ্যে ১১তম স্থান লাভ করেন তিনি। কিন্তু ফিনিশিং লাইন অতিক্রম করতেই ট্র্যাকেই ধরাশায়ী হন কেনিয়ান তারকা।
পরে হাসপাতালে নেয়ার পর জ্ঞান ফিরে পান ২১ বছর বয়সী এ স্প্রিন্টার। মস্কোতে অনুষ্ঠেয় আগামী বিশ্ব চ্যাম্পিয়নশিপেও কেনিয়ার প্রতিনিধিত্ব করবেন আইরিন। সূত্র: ডেইলি মেইল।
Posted ১৬:১৫ | শনিবার, ২৭ জুলাই ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin