| বুধবার, ৩০ এপ্রিল ২০১৪ | প্রিন্ট
নিজস্ব প্রতিনিধি : গত মঙ্গলবার দুপুর ১ টায় বার্মিংহামের স্মলহিথস্থ স্থানীয় একটি সেমিনার হলে সম্প্রতি লন্ডনে হাইকমিশনারের নিকট কিছু কল্পিত অভিযোগে এনে লন্ডনস্থত হাইকমিশনে বার্মিংহামের সহকারী হাইকমিশনের বিরুদ্বে স্মারকলিপি দেওয়া হয়েছে এর প্রতিবাদে সাপোর্ট বাংলাদেশ নামে একটি সামাজিক সংঘটন সাংবাদিক সম্মেলন করেছে ।
বিভিন্ন সংবাদপত্র এবং টেলিভিশন সাংবাদিকদের উদ্দেশ্যে সাপোর্ট বাংলাদেশের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সৈয়দ এলাহী হক সেলু ।
লিখিত বক্তব্যে বলেন, সুনির্ষ্ট অভিযোগ ছাড়া নিজেদের অপছন্দের কারনে রাষ্ট্রীয় প্রতিনিধির বিরুদ্বে অপ-প্রচার সচেতন মানুষ হিসেবে কেউই মেনে নিতে যেমন পারবে না তেমনি তা রাষ্ট্র বিরোধীও । এই সাংবাদিক সম্মেলনে এহেন কার্কলাপের কমিউনিটির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানান এবং ভবিষ্যতে তা হতে বিরত থাকার আহবান জানান ।
এসময় অন্যান্যদের মধ্যে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন, প্রবাসী মুক্তিযোদ্বা ইব্রাহীম আলী, মিছবাউর রহামান মিছবাহ, কবির উদ্দিন, প্রবীন কমিউনিটি নেতা আলী ইসমাঈল, শেখ মোহাম্মদ আব্দুর গফুর, হুমায়ূন কবির চৌধুরী, তারা মিয়া, করিম উল্লাহ প্রমুখ ।
Posted ১০:২৯ | বুধবার, ৩০ এপ্রিল ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin