নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট
বিএনপি-জামায়াত আবার ক্ষমতা দখলের চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। এই চক্রান্ত যেকোনো মূল্যে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। অতীতে চরমভাবে ব্যর্থ বিএনপি-জামায়াতের ক্ষমতা পুনর্দখলের খেলায় জনগণের কোনো ভাগ্য নেই মন্তব্য করেছেন সাবেক এই মন্ত্রী।
আজ (৩ জানুয়ারি) বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন জাসদের সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিএনপির সমালোচনা করে ইনু বলেন, ‘২৭ আর ১০ দফা দিয়ে বিএনপি আবারও সরাসরি ৭১, ৭৫ ও ২১ আগস্টের খুনিদের সাথে এক প্লেটে ভাত খাচ্ছে। এটা রাজনৈতিক বেয়াদবি, যা মেনে নেওয়া যায় না।
বিএনপির যুগপৎ আন্দোলনের সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপির ডানে রাজাকার, জামায়াত যুদ্ধাপরাধী আর বামে সুযোগসন্ধানী কতিপয় দল জড়ো হচ্ছে। এরা কখন কোন দিকে যায় বোঝা যায় না। তবে কয়টা সুযোগ সন্ধানী দল যোগ হচ্ছে সেটা ব্যাপার না, জনগণ যোগ হচ্ছে কি না সেটাই দেখার বিষয়।
ইনু বলেন, ‘জনগণ ভরসা করতে পারে, অর্থনৈতিকসহ যে ধরনেরই বৈশ্বিক সংকট থাকুক না কেন, বর্তমান সরকার জনগণকে রক্ষা করবে।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর উপজেলা জাসদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শরীফের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তব্য জাসদ সভাপতি।
এসময় জাসদের মিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আহাম্মদ আলীর সভাপতিত্বে জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ দলীয় নেতাকর্মীরা বক্তব্য দেন।
Posted ১৪:৩৭ | মঙ্গলবার, ০৩ জানুয়ারি ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain