| বৃহস্পতিবার, ০২ আগস্ট ২০১৮ | প্রিন্ট
ডেস্ক রিপোর্ট: সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শোকার্ত শিক্ষার্থীদের শান্ত থাকতে এবং ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছে শিক্ষামন্ত্রী। এর আগে বুধবার মন্ত্রণালয়ে এক সভায় শিক্ষামন্ত্রী সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত ও কয়েকজন আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানান।
তিনি বলেন, দোষীদের সর্বোচ্চ শাস্তির বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে। বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষাও স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সূত্র: ইন্ডিপেনডেন্ট টিভি
Posted ১৪:০২ | বৃহস্পতিবার, ০২ আগস্ট ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain