সোমবার ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশের ক্রিকেট ধ্বংস করা ব্যক্তিদের আর দায়িত্বে দেখতে চান না রুবেল

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৭ আগস্ট ২০২৪ | প্রিন্ট

দেশের ক্রিকেট ধ্বংস করা ব্যক্তিদের আর দায়িত্বে দেখতে চান না রুবেল

স্বেরাচারী শেখ হাসিনার পতনের পর সংস্কারের দাবি উঠেছে দেশের সব সেক্টরে। ক্রিকেট বোর্ডও এর বাইরে নয়। দেশের ক্রিকেটকে জিম্মি করে রাখা কতিপয় মানুষের কাছ থেকে মুক্তি চাচ্ছেন সবাই।

 

পেশাদারিত্বে কমতি, অদক্ষতা আর নিয়ম-শৃঙ্খলায় ব্যাপক ঘাটতির কারণে দেশের ক্রিকেটের অভিভাবক হিসেবে কাঙ্খিত উন্নতি করতে ব্যর্থ বিসিবি। অনেক ক্ষেত্রেই অসচ্ছ্বতা ও অনিয়ম সঙ্গী হয়ে আছে। ফলে ক্রিকেটপ্রেমীদের একটা অংশ ক্রিকেট বোর্ড ব্যবস্থপনায় পরিবর্তনের দাবিতে সোচ্চার।

 

দীর্ঘদিন বিসিবির সঙ্গে জড়িত সাবেক দুই অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশােরের সুমনের কণ্ঠেও নতুনের বার্তা। তারা সুশাসনের দাবি তুলেছেন।

 

এদিকে ভয়ডরহীন নতুন বাংলাদেশে মুখ খুলেছেন জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেন। দেশের ক্রিকেটকে ধ্বংস করা ব্যক্তিদের আর দেখতে চান না বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে দাবি তুলেছেন তিনি।

 

রুবেল লিখেছেন, ‘গত কয়েক বছরে দেশের ক্রিকেটকে ধ্বংস করার নেপথ্যে থাকা ব্যক্তিরা দেখলাম বলতেছে দেশে সুশাসন চায়। শুধুমাত্র অপছন্দের তালিকায় থাকার কারণে অসংখ্য ক্রিকেটারের ক্যারিয়ার ধ্বংস করে দেওয়া ব্যক্তিরা এখন ক্ষমতার পালা বদল দেখে রং বদলানোর চেষ্টায় আছে।

 

‘একইভাবে চান্দিকা হাতুরুসিংহেসহ তার অবৈধ কাজে সহায়তা করে দেশের ক্রিকেটকে ধ্বংস করা ব্যক্তিদের অন্তত আর কোনো দায়িত্বে দেখতে চাই না।’  সূএ:জাগোনিউজ২৪.কম

Facebook Comments Box
advertisement

Posted ০৭:১৫ | বুধবার, ০৭ আগস্ট ২০২৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com