নিজস্ব প্রতিবেদক, ঢাকা : বিএনপির সব অপ্রপচার ও মিথ্যা ষড়যন্ত্র এবং সাড়ে ৪ বছরের সফলতা তুলে ধরে আবার ক্ষমতায় আসবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
তিনি বলেন, আপনাদের সব অপপ্রচার, মিথ্যা ষড়যন্ত্র এবং সাড়ে ৪ বছরের সফলতা তুলে ধরে দেখুন আমরা কীভাবে আবার ক্ষমতায় আসি।
সোমবার বেলা ১১টায় পাবলিক লাইব্রেরিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
হানিফ বলেন, ২০০১-০৬ সাল পর্যন্ত যে অপকর্ম, নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থতি সৃষ্টি করেছিলেন সে জন্য আপনাদের অনুশোচনা বোধ নেই। পক্ষান্তরে দেশকে মধ্যযুগীয় ও অন্ধকারে নেওয়ার জন্য জামায়াত-হেফাজতকে সঙ্গে নিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু এটি আপনাদের স্বপ্নই থেকে যাবে। কারণ জনগণ আপনাদের ক্ষমতায় আনবে না।
বিলবোর্ড নিয়ে বিএনপির বক্তব্যের সমালোচনা করে প্রধানমন্ত্রীর একান্ত সহকারী হানিফ বলেন, সরকারের সাড়ে ৪ বছরের উন্নয়নের সচিত্র প্রকাশ করা হয়েছে। বিলবোর্ডে একটি তথ্যও মিথ্যা নয়। এমনকি প্রমাণ করতেও পারবেন না।
জামায়াতের নিবন্ধন প্রসঙ্গে হানিফ বলেন, জামায়াত ’৭১ সালে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ছিলো। এছাড়া উচ্চ আদালত তাদের বিপক্ষে রায় দিয়েছে। তাই আমরা তাদের নিবন্ধন বাতিলের পক্ষে।
সংগঠনের সভাপতি তারানা হালিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সস্পাদক শাহ আলম মুরাদ, অভিনেতা এটিএম শামসুজ্জামান।
For News : news@shadindesh.com
Like this:
Like Loading...
Related