নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। ৯ মাস ধরে লাখো শহিদের রক্ত এবং হাজারো মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করেছিল বাঙালি জাতি। অর্জিত হয়েছিল বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ড।
যাদের ত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা আমরা পেয়েছিলাম, বিজয় দিবসে সেসব শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। শুক্রবার বিজয় দিবসের প্রথম প্রহরে নিজের ভেরিফায়েড ফেসবুক ফ্যান পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে এই শ্রদ্ধা জানান ‘পরাণ’-এর অনন্যা।
মিম লিখেছেন- ‘দেখতে দেখতে ৭১ এর ৫১ হয়ে গেল। বিজয়ের ৫১, বাংলাদেশের ৫১। এক অন্য ধরনের গৌরবগাথা লেখা হয়েছিল আমাদের বীর যোদ্ধাদের হাত ধরে। আমরা পেলাম বিজয়, দেশ হলো মুক্ত। অথচ সেই বিজয়কেই আমরা মুক্ত হতে দিয়েছি কই? বরং বন্দি করে রেখেছি।
মিমের আহ্বান, ‘আসুন, মুক্ত করি জয়। আমাদের জীবনে আবারও ফিরে আসুক বিজয়। বিজয় আসুক আমাদের ভাবনায়, ভালোবাসায়, বিজয় আসুক উদারতায়, সমতায়, অধিকারে, মানবতায় আর দেশপ্রেমে। আসুন দেশটাকে সবাই ভালোবাসি, আরও বেশি। দেশ তখনই মানুষ হবে, মানুষ যখন হবে দেশি।
সূএ: ঢাকাটাইমস
Posted ০৯:৩৬ | শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain