আরব আমিরাত প্রতিনিধি : আমিরাতে প্রবাসী ক্ষুদে লেখক রুহিন হোসেনের ইংরেজি গল্পের বই Big Blast of Brilliant stories নামক একটি গল্পের বইয়ের মোড়ক উম্মোচন করা হয়েছে দুবাই বাংলাদেশ কনস্যুলেটের আয়োজনে অনুষ্ঠিত বইমেলা ও বঙ্গ সংস্কৃতি উৎসবে। অল্প বয়সে তার বই প্রকাশে এমন বিস্ময়কর প্রতিভা দেখে অবাক হন মেলায় আসা গুণীজন ও দর্শনার্থীরা। তাছাড়া এত কম বয়সে বই প্রকাশ করে অনন্য ভূমিকা রাখায় তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি তার সাফল্য কামনা করেন প্রবাসীরা।
অপরদিকে বিভিন্ন মিডিয়া কর্মীদের সাক্ষাৎকার দেয়া অটোগ্রাফার দেওয়া যেন পরিপূর্ণ একজন লেখক এর ভূমিকায় দেখা গেছে তাকে। রুহিন হোসেন দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল, বিশিষ্ট কবি, লেখক ও চিত্রশিল্পী বিএম জামাল হোসেনের পুত্র। তার মা মিসেস আবিদা হোসেন একজন চিত্রশিল্পী এবং ফ্যাশন ডিজাইনার। রুহিন দুবাইয়ের একটি ব্রিটিশ স্কুলে পঞ্চম শ্রেণীর ছাত্র। তার বাড়ি গোপালগঞ্জ জেলায়। তার দাদা একজন মুক্তিযোদ্ধা ও শিক্ষানুরাগী ছিলেন। তার দাদা গোপালগঞ্জ নিজ এলাকায় স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করেন।
Like this:
Like Loading...
Related