| মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮ | প্রিন্ট
আগের চেয়ে আরো বেশি মাত্রায় অস্স্থু হয়ে পড়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। পারিবারিক সূত্রে জানা গেছে, এ অভিনেতা কয়েক দিন ধরে জ্বরে ভুগছেন, পাশাপাশি তার ফুসফুসে সংক্রমণ হয়েছে। স্বাভাবিকভাবে খাবার খেতে পারছেন না। তবে এবার তাকে হাসপাতালে নেওয়া হয়নি। বাসাতেই তার চিকিৎসা চলছে। দিলীপ কুমারের চিকিৎসক জানিয়েছেন, মুখ দিয়ে খাবার খাওয়ানো তো দূরের কথা, এখন তাকে পানি পর্যন্ত খাওয়ানো সম্ভব হচ্ছে না। তাই নল দিয়ে তাকে খাওয়ানো হচ্ছে। তার ঠোঁট শুকিয়ে গেলে বরফের টুকরো ঘষার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
মুখ দিয়ে খাবার বা পানি দেওয়া হলে তা ফুসফুসে গিয়ে জমা হচ্ছে। আর এর জন্য এই প্রবীণ অভিনেতাকে ওষুধের ওপর নির্ভর থাকতে হচ্ছে। দিলীপ কুমারের প্রয়োজনীয় সেবা অব্যাহত রাখার জন্য বাসায় দুজন নার্স নিয়োগ দেওয়া হয়েছে। এই দুই নার্স সব সময় তার পাশে আছেন। উল্লেখ্য, কয়েক মাস ধরেই দিলীপ কুমার অসুস্থ। তিনি নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন। বারবার তাকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। এবার তার শারীরিক অবস্থা আরো খারাপের দিকে গেছে।
Posted ১৫:০৫ | মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain