| বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
যুক্তরাজ্য: একতরফা প্রহসনের নির্বাচনে গঠিত বাংলাদেশের দশম জাতীয় সংসদের অধিবেশন আহ্বানের প্রতিবাদে যুক্তরাজ্য বিএনপির আয়োজনে লন্ডনস্থ দলীয় কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয় ।
অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের আয়োজন করে সরকারের পদত্যাগ দাবি করেন যুক্তরাজ্য বিএনপি নেতারা. বক্তারা অভিযুগ করে বলেন জনগণ ভোটে আসুক তা চায় না বলেই আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার গত ৫ জানুয়ারি ‘একতরফা’ নির্বাচন করেছে, সেখানেও মানুষ ৫ ভাগের বেশি ভোট দেয় নাই। তাই এই সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে না.সরকার এখন বিরোধী দলের নেতা-কর্মীদের ‘খুন-গুমের’ পথ বেছে নিয়েছে।
সরকার মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও গণতন্ত্রকে হত্যা করেছে। গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার হরণ করে সব ধরনের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিচ্ছে। সরকারের উদ্দেশ্যে বক্তারা বলেন, গ্রেপ্তার ও মিথ্যা মামলা বন্ধ করুন। রাজনৈতিক নেতাদেরকে মুক্তি দিন নতুবা জনগণ গর্জে উঠবে। তাতে পালাতেও পারবেন না ।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি শাইস্তা চৌধুরী কুদ্দুস এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে অন্যানের মধে্য উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ ,তাজুল ইসলাম ,নাসিম চৌধুরী,সহিদুল ইসলাম মামুন,হেলাল নাসিমুজ্জামান,মাউলানা শামিম আহমদ.এমদাদ হুসাইন টিপু.আবুল হুসেন,আব্দুল বাসিত বাদশা.ইকবাল আহমেদ.এস এম লিটন.আফজাল হুসেন,খলিল উদ্দিন মোহন,আবুল হাসনাত রিপন,দেওয়ান আব্দুল বাসিত,সোহালেন করিম,তানভীর আহমেদ.আসাব আলী,নুরুল আলম রিপন.আকতার আহমেদ শাহীন,ফাহিম আহমদ চৌধুরী,শরফু আহমেদ,মুনিম আহমদ,আলকু মিয়া,সুমন মিয়া,রফিকুল ইসলাম সজীব।
Posted ০৮:৫০ | বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin