নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০২৪ | প্রিন্ট
দল নয়, আমি রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হবো বলে জানিয়েছেন সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
আজ এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মো. আসাদুজ্জামান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অ্যাটর্নি জেনারেল’ কোনো দলের নয়, তিনি রাষ্ট্রের আইন কর্মকর্তা। বিগতরা কী করেছে, সেটা তাদের ব্যাপার। তবে এখন থেকে জনগণের অধিকার রক্ষায় কাজ করবে অ্যাটর্নি জেনারেল অফিস।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবী বলেন, মানুষের ভোগান্তি নিরসনে দ্রুত উচ্চ আদালত খুলে দেয়া উচিত। নতুন সরকার সিদ্ধান্ত নেবে, বিতর্কিত বিচারকদের নিয়ে কী সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি আরও বলেন, একজন আইনজীবী হিসেবে মনে করি, বিএনপি ও শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা উচিত। তবে সেটা রাষ্ট্রের সিদ্ধান্তের বিষয়।
এর আগে আজ দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান। তিনি এ এম আমিন উদ্দিনের স্থলাভিষিক্ত হলেন।
Posted ১১:০৬ | বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain