| শনিবার, ১৫ মার্চ ২০১৪ | প্রিন্ট
বাসস : রাষ্ট্রপতি আবদুল হামিদ দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা যাতে উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারে এ জন্য স্কলারশিপের সংখ্যা বাড়ানোর জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি ধনী পরিবারের সন্তানদের পাশাপাশি দরিদ্র পরিবারের সন্তানরা যাতে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ পায়, এ বিষয়টি বিবেচনা করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। তিনি গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে ভাষণদানকালে একথা বলেন। অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিল মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির বিন মোহম্মদের উপস্থিতি। তিনি সমাবর্তন বক্তা হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বাংলাদেশ সফরে আসার জন্য মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ব্যক্তিগতভাবে এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের জনগণের প্রতি তার ব্যক্তিগত ভালোবাসা আছে বলেই তিনি এখানে এসেছেন।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে প্রায় ৬ হাজার শিক্ষার্থী গ্র্যাজুয়েট এবং পোস্টগ্র্যাজুয়েট শিক্ষা সনদ গ্রহণ করেন। এছাড়া ৬ শিক্ষার্থী তাদের ভালো ফলাফলের জন্য স্বর্ণপদক গ্রহণ করেন।
রাষ্ট্রপতি গ্র্যাজুয়েটদের দেশের গুরুত্বপূর্ণ মানবসম্পদ হিসেবে উল্লেখ করে তাদের উদ্দেশে বলেন, দেশকে উচ্চতর স্তরে নিয়ে যেতে তোমাদের সহায়তা করতে হবে। তোমরা দেশ ও জাতির কাছে ঋণী। তোমরা তোমাদের অর্জিত জ্ঞান ও মেধা দিয়ে দেশের সেবা করতে পারলে তবেই দেশ ও জাতির প্রতি তোমাদের ঋণ কিছুটা হলেও পরিশোধ হবে। রাষ্ট্রপতি বলেন, জাতি গঠনের প্রথম সিঁডি হলো শিক্ষা। শিক্ষা মানে শুধু এই নয় যে অর্থ ও সামাজিক উন্নয়ন। অসাম্প্রদায়িক চেতনায় শিক্ষার্থীদেরকে জ্ঞান আহরণ করতে হবে এবং সবকিছুর ঊর্ধ্বে দেশপ্রেমকে গুরুত্ব দিতে হবে।
Posted ১২:২৯ | শনিবার, ১৫ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin