রবিবার ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

দরিদ্র দেশগুলোকে ১০ হাজার কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট

দরিদ্র দেশগুলোকে ১০ হাজার কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক
অনলাইন ডেস্ক : ২০২৫ সালে বিশ্বের দরিদ্র দেশগুলোকে রেকর্ড ১০ হাজার কোটি ডলার ঋণ প্রদানের ঘোষণা দিয়েছে পৃথিবীর বৃহত্তম ‍ঋণদাতা সংস্থা বিশ্বব্যাংক। এরই মাঝে এ প্রকল্পের তহবিলের ২ হাজার ৪০০ কোটি ডলার জোগাড় করা হয়েছে।

 

এছাড়া দাতা রাষ্ট্রগুলো আরও ২ হাজার ৩৭০ কোটি ডলার সহায়তা হিসেবে তহবিলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বাকি অর্থ ব্যাংকের অন্যান্য উৎস থেকে সংগ্রহ করা হবে। বিশ্বব্যাংকের এক মুখপাত্র বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন এ তথ্য।

এর আগে ২০২১ সালে দরিদ্রতম দেশগুলোতে ৯ হাজার ৩০০ কোটি ডলার ঋণ দিয়েছিল বিশ্বব্যাংক। এতদিন পর্যন্ত এটি ছিল এক বছরে দরিদ্রতম দেশগুলোকে সবচেয়ে বেশি ঋণ দেওয়ার রেকর্ড।

 

ইন্টারন্যোশানাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) নামের এক প্রকল্পের আওতায় ৭৮টি দেশকে দেওয়া হবে ঋণের অর্থ। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এক বিবৃতিতে জানিয়েছেন, তালিকাভুক্ত এই ৭৮টি দেশের স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা, অর্থনীতিতে স্থিতিশীলতা আনয়ন, নতুন কর্মস্থান প্রভৃতি খাতে ব্যয় করা হবে এই অর্থ।

 

বিশ্বব্যাংকের একটি বিশেষ তহবিল আইডিএ। দরিদ্র দেশ এবং জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবিলায় এ তহবিল সহজ শর্তে ঋণ প্রদান করে। বিশ্বের ১৮৭টি দেশে কার্যক্রম রয়েছে আইডিএর। বিশ্ববিব্যাংকের দাপ্তরিক রেকর্ড বলছে, গত এক দশকে আইডিএ’র দুই তৃতীয়াংশ ঋণ গিয়েছে আফ্রিকার দেশগুলোতে।

 

আইডিএ তহবিলের একটি বড় অংশের যোগান আসে দাতা দেশগুলো থেকে। সবচেয়ে বেশি সহায়তা প্রদান করে যুক্তরাষ্ট্র। চলতি ২০২৪ সালের শুরুর দিকে আইডিএতে ৪০০ কোটি ডলার সহায়তা প্রদানের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এছাড়া অপর বড় দাতা দেশ স্পেন এবং নরওয়েও বিগত বছরগুলোর তুলনায় বেশি অর্থ সহায়তা দিয়েছে এ বছর।

 

চলতি বছর দাতা রাষ্ট্রগুলোর তালিকায় যোগ হয়েছে আরও ৩টি দেশ— চীন, তুরস্ক এবং দক্ষিণ কোরিয়া।

সূত্র : এএফপি, আলজাজিরা

 

Facebook Comments Box
advertisement

Posted ১৬:২১ | শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com