নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ | প্রিন্ট
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রত্যক্ষ সহিংসতায় জড়িত আসামি বগুড়া জেলার শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুর হক আরজুকে (৫৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার রাত ১০টার দিকে রাজধানীর তেজগাঁও থানা এলাকায় র্যাব-২ ও ১২ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম এ তথ্য নিশ্চিত করে জানান, ছাত্র আন্দোলনে প্রত্যক্ষ সহিংসতায় জড়িত থাকায় জাহিদুর হক আরজুকে গ্রেফতার করা হয়েছে। রাত ১০টার দিকে যৌথ অভিযান চালিয়ে তেজগাঁও থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
Posted ০৫:৫২ | বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain