| বুধবার, ০৮ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
ঢাকা, ৮ জানুয়ারী : তিশার গায়ে হলুদ আজ। আচমকা তার বিশ্ববিদ্যালয়ের বন্ধু মিলন বাসায় এসে হাজির। কথায় কথায় তিশার সঙ্গে বিশ্ববিদ্যালয় জীবনের নানা ঘটনা স্মৃতিচারণ করে মিলন। তিশা তাকে ভালোবাসতো কিন্তু সে সবসময় তার ভালোবাসাকে তুচ্ছ তাচ্ছিল্য করত, অপমান করত। মিলন এখন অনুতপ্ত। তাই তিশার কাছে ছুটে এসেছে সে। কিন্তু অনেক দেরি হয়ে গেছে। তিশা চাইছেনা মিলন এখানে বেশীক্ষণ থাকুক। থাকলে তার সমস্যা হতে পারে। তাই তাকে চলে যেতে বললে সে চলে যায়। যাওয়ার সময় ফোনে কিছু কথা রেকর্ড করে তিশার কাছে দিয়ে যায়। তবে সত্যিকার অর্থে এই হলুদকন্যা তিশা নয়, ‘কিংবদন্তী’।
সাগর জাহানের রচনা ও রতন রিপনের পরিচালনায় ‘কিংবদন্তীর আজ হলুদ সন্ধ্যা’ টেলিছবিতে ‘কিংবদন্তী’ হয়েছেন তিশা। তার সঙ্গে আরও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শর্মিলী আহমেদ, ফারুক আহমেদ প্রমুখ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে এই টেলিছবি।
Posted ১৩:৩৬ | বুধবার, ০৮ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin