| সোমবার, ১০ মার্চ ২০১৪ | প্রিন্ট
ঢাকা, ১০ মার্চ : আগামী ১৬ মার্চ পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। উত্তেজনাকর এ টুর্নামেন্ট প্রথমবারের মতো আয়োজন করছে বাংলাদেশ। এ আসরকে বেশি আর্কষণীয় করার জন্যে স্বাগতিকরা খেলবে প্রথম ম্যাচে। প্রতিপক্ষ আফগানিস্তান।
বিশ্বকাপকে সামনে রেখে সোমবার স্থানীয় এক হোটেলে গণমাধ্যমের সঙ্গে উন্মুক্ত এক আলোচনায় অংশ নেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
বাংলাদেশের অন্যতম সিনিয়র এ তারকা টি-টোয়েন্টি ফরম্যটে বেশ অভিজ্ঞ এবং পরিপক্ক এক ক্রিকেটার। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), ক্যারিবীয় ক্রিকেট লিগ, শ্রীলঙ্কান ক্রিকেট লিগ (সিপিএল), বিগ ব্যাশসহ অনেক আন্তর্জাতিক লিগ খেলেছেন সাকিব।
এশিয়া কাপের কথা ভুলে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথাই ভাবতে চান সাকিব। এশিয়া কাপ শেষ। ওখানে কেমন খেলেছি ,তা ভুলে যাওয়াই উচিত। আমরা এখন ওয়ার্ল্ড টি-টোয়েন্টি নিয়ে ভাবছি। আশাকরি এশিয়া কাপের ফলাফল এখানে কোনো প্রভাব ফেলবে না।
সেরা ক্রিকেটেররা এশিয়া কাপে ছিলো তবে বিশ্বকাপে থাকবে। ত্ইা ভালো ফলাফলের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। দলের একাধিক সেরা ক্রিকেটার এশিয়া কাপে দলে ছিলেন না। তবে ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে তারা ফিরছেন। আর নতুন কিছু প্রতিভাবানও দলে এসেছেন। তাই ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশের ভালো ফলাফলের প্রত্যাশা করাই যায়।
টি-টোয়েন্টির মতো নতুন ফরমেটের টুর্নামেন্টের লক্ষ্য প্রসঙ্গে তিনি বলেন, আমরা ভালো ফলাফল করতে চাই। সে লক্ষ্যে প্রথম রাউন্ডের তিনটি ম্যাচ আগে জিততে হবে। তারপর নতুন একটি লক্ষ্য নির্ধারণ করতে পারব আমরা। আর ব্যক্তিগত লক্ষ্য নিয়ে তিনি আরো বলেন, সময় মতো সেরা ক্রিকেটটাই খেলতে হবে বাংলাদেশকে। সেখানে আমার যদি কোন অবদান রাখার সুযোগ থাকে। তাহলে আমি অবশ্যই অবদান রাখব। তবে ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে বেশি গুরুত্ব পাবে দলীয় লড়াইটাই।
Posted ১২:৪০ | সোমবার, ১০ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin