| মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০১৪ | প্রিন্ট
বকুল খান, স্পেন থেকে : মাহিদুর রহমান বলেন, আওয়ামীলীগ পাতানো নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকতে চায়। বাংলাদেশের জাতীয়তাবাদী চেতনা ও ইসলামী মূল্যবোধের জনপ্রিয় দল হিসেবে বিএনপি বারবার ক্ষমতায় এসেছে। তারা শহীদ জিয়ার উত্তরসূরী চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হিং¯্রাত্মকভাবে মামলা ও ষড়যন্ত্র করছে । ভারতের
গোয়েন্দা সংস্থার পরামর্শে রাজনৈতিক নেতা-কর্মীদের উপর একের পর এক হত্যা, গুম ও নির্যাতন চালাচ্ছে। অবৈধ এ সরকারের সমালোচনা করায় হয়রানী, লাঞ্চিত এমনকি হামলার শিকার হচ্ছেন কবি, সাংবাদিক, বুদ্ধিজীবিসহ বিশিষ্টজনেরা।
তিনি আরো বলেন, আওয়ামীলীগ ইতিহাস বিকৃতি করে শহীদ জিয়ার চিহ্ন পর্যন্ত মুছে ফেলতে চায়। কিন্তু তরুন প্রজন্মের নেতা তারেক রহমান দালিলিক প্রমানসহ বলেছেন- শহীদ জিয়াই বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, এতেই দিশেহারা আওয়ামীলীগ। যুক্তি-প্রমানসহ এর জবাব না দিয়ে বাকশালী আওয়ামীলীগ উন্মাদের প্রলাপ বকছে।
স্পেন-যুবদলের নব-নির্বাচিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথির বক্তৃতায় জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান এ কথাগুলো বলেন।
গতকাল মাদ্রিদের ছালামিরাদো অডিটোরিয়ামে স্পেন-যুবদলের সভাপতি রমিজ উদ্দিনের সভাপতিত্বে এবং যুবদল স্পেন শাখার সাধারন সম্পাদক আব্দুল আওয়াল খান ও যুগ্ম সম্পাদক ছানুর মিয়া ছাদ এর যৌথ পরিচালনায় অভিষেক অনুষ্ঠানের উদ্বোধনের ঘোষনা দেন স্পেন-বিএনপি’র সভাপতি খোরশেদ আলম মজুমদার।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্পেন-বিএনপি’র সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুম পংকি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্পেন-বিএনপি’র সহ-সভাপতি মাহবুবুল আলম ঝন্টু, জামাল উদ্দিন মনির, দিদারুল আলম দিদার, মিজানুর রহমান বিপ্লব, যুগ্ম সম্পাদক শরীফ মনিরুজ্জামান, সেলিম মিয়া, বার্সেলোনা বিএনপি’র প্রধান উপদেষ্টা মোক্তার আহমেদ, বার্সেলোনা জিয়া পরিষদের সাধারন সম্পাদক এমদাদুল হক, যুবদল বার্সেলোনা শাখার সভাপতি এম.কে শফিক, স্পেন-বিএনপি’র তথ্য ও গবেষনা সম্পাদক ইসলাম উদ্দিন পংকি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- স্পেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুদ্দোহা, সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন লুৎফুর, স্পেন-বিএনপি নেতা শাওন আহমেদ, বার্সেলোনা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম নাজু, স্পেন যুবদলের সাংগঠনিক সম্পাদক ফখরুল হাসান, আহবায়ক তারেক হাসান তরিক, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু জাফর মোঃ রাসেল। স্বাগত বক্তব্য রাখেন ছাত্রদলের সদস্য সচিব হুমায়ুন কবির রিগ্যান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- যুবদলের সহ-সভাপতি মাহবুবুল আলম, কাজী জসিম, বুলবুল আহমেদ, যুগ্ম স্মপাদক মাসুক আকন্দ, মাইনুদ্দিন সহ আরো অনেকে। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় স্পেনের জনপ্রিয় কন্ঠশিল্পী জিনাত শফিক ও ইমতিয়াজ বাবু এবং মাদ্রিদের বাংলা ব্যান্ড গান পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘটান।
Posted ১৩:৩৮ | মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin