| বুধবার, ১৯ মার্চ ২০১৪ | প্রিন্ট
বিনোদন রিপোর্ট : ফারহানা মিলি মুক্তিযুদ্ধের নাটকে খুব কমই অভিনয় করেছেন। এবার তাকে বীরাঙ্গনা ‘তারা বিবি’ চরিত্রে দেখা যাবে। অবন্তী কাব্যের রচনায় ও তাজু কামরুলের পরিচালনায় ‘অনন্তের পাখিরা’ শিরোনামের নাটকে ফারহানা মিলি এ ধরনের চরিত্রে অভিনয় করেছেন। এর আগে মিলি বীরাঙ্গনা চরিত্রে অভিনয় না করলেও এবারই প্রথম তিনি এই ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে অনেক বেশি তৃপ্ত।
তিনি বলেন, ‘কিছু কাজে মনের ভেতর থেকে অভিনয় চলে আসে। তাজু কামরুল ভাইয়ের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ আমাকে এ ধরনের একটি চরিত্রে কাজ করার সুযোগ দেয়ার জন্য। আমি যথাসাধ্য চেষ্টা করেছি আমার চরিত্রটি ফুটিয়ে তোলার। দর্শকের প্রতি বিশেষ অনুরোধ থাকবে নাটকটি যেন তারা দেখেন।’ যুগ্ম পরিচালক তাজু কামরুল জানান, আসছে স্বাধীনতা দিবসে নাটকটি একুশে টিভিতে প্রচার হবে।
নাটকে ফারহানা মিলির বিপরীতে অভিনয় করেছেন টুটুল। এদিকে ফারহানা মিলি এখন অভিনয়ে আগের চেয়ে অনেক বেশি নিয়মিত হয়ে উঠেছেন। এরই মধ্যে তিনি হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত মাজহারুল ইসলাম পরিচালিত ধারাবাহিক ‘একজন মায়াবতী’তে জাহানারা চরিত্রে অভিনয় করেছেন। এতে তার বিপরীতে আছেন মাহফুজ আহমেদ।
এছাড়া তিনি আলভী আহমেদ পরিচালিত ‘শূন্য থেকে শুরু’ নাটকেও অভিনয় করছেন কেন্দ্রীয় একটি চরিত্রে। ‘মনপুরা’র পর মিলি কোনো চলচ্চিত্রে কাজ না করলেও শিগগিরই নতুন চলচ্চিত্রে কাজ করবেন—এমনটাই নিশ্চিত করেছেন মিলি।
Posted ১১:১২ | বুধবার, ১৯ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin