নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে আজ মুখোমুখি হয়েছে সবশেষ আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইগার্স। সিলেট পর্বের শেষ ম্যাচে রীতিমতো চার-ছক্কার বৃষ্টি বইয়ে দিয়েছে খুলনা।
তামিম ও হোপের মারকাটারি দুই ইনিংসে রানের পাহাড় গড়েছে খুলনা। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে দলটির সংগ্রহ দুই উইকেটে ২১০ রান।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কুমিল্লা অধিনায়ক ইমরুল কায়েস। বল হাতে শুরুতেই সাফল্যম পায় তার দল। মাহমুদুল হাসান জয় ফেরেন ১ রানে।
তবে এরপর কুমিল্লার আনন্দ মিলিয়ে যেতে বেশি সময় লাগেনি। স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের পাশাপাশি কায়েসের দল হয়তো ঘুণাক্ষরেও ভাবতে পারেনি এরপর কিসের সাক্ষী হতে যাচ্ছেন তারা।
দ্বিতীয় উইকেট জুটিতে শুরুতে একটু সময় নিয়ে জমার পর হাত খুলে খেলতে শুরু করেন শাই হোপ ও তামিম ইকবাল। কুমিল্লার বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করতে থাকেন তারা।
প্রথমে ২৭ বলে হাফ সেঞ্চুরি পূরন করেন হোপ। একটু পর ৪৫ বলে ফিফটির দেখা পান তামিম। তবে এরপরই যেন ব্যাটকে খাপছাড়া তলোয়াড় বানান তিনি। হোপকে দর্শক বানিয়ে একেরপর এক বল আছড়ে ফেলতে থাকেন বাউন্ডারির বাইরে।
শেষ ওভারে আউট হওয়ার আগে ৬১ বলে ৯৫ রান করেন তামিম। শাই হোপ ৫৫ বল খেলে অপরাজিত থাকেন ৯১ রানে। কুমিল্লার হয়ে মোসাদ্দেক হোসেন ও নাসিম শাহ একটি করে উইকেট শিকার করেন।
Posted ১৫:৫৭ | মঙ্গলবার, ৩১ জানুয়ারি ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain