নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০১ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ধারালো অস্ত্র নিয়ে এক গ্রুপের ওপর আরেক গ্রুপের হামলার ঘটনা ঘটেছে।
গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় চাপাতিসহ ৪ জনকে আটক করেছে সেনাবাহিনী।
আটকরা হলেন— বাপি মিয়া (২৪), আদিব (২৩), নাসির (২৫) ও নাবিল (২৭)। তারা সবাই খিলগাঁও থানার বাসিন্দা বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে শাকিল (২১) ও রনি (২২) নামের দুই যুবক আহত হলে তাদের চিকিৎসার জন্য ঢামেকে নিয়ে আসা হয়।
পরে আরেকটি গ্রুপ চাপাতি নিয়ে হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে যায়। এ সময় চারজনকে আটক করে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
Posted ০৯:১৯ | রবিবার, ০১ সেপ্টেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain