নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪ | প্রিন্ট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের কুমিরা এলাকায় ১৫ কিলোমিটারের অধিক যানজট সৃষ্টি হয়।
মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের কুমিরা এলাকায় ও ঢাকামুখী লেনে বাড়বকুণ্ড এলাকায় পৃথক দুটি দুর্ঘটনার কারণে এ যানজট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ।
আজ সকাল সাড়ে ১০টা থেকে এই যানজট সৃষ্টি হয়। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামমুখী লেনের কুমির এলাকায় একটি ট্রাক দুর্ঘটনা-কবলিত হয়। রেকার দিয়ে গাড়িটি সরিয়ে নিতে কয়েক ঘণ্টা সময় লেগে যায়।
যানজট নিরসনে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছেন বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র ঘোষ।
এছাড়া মহাসড়কের ঢাকামুখী বাড়বকুণ্ড এলাকায় দুর্ঘটনা কবলিত অপর একটি ট্রাক মহাসড়ক থেকে সরিয়ে নিতে অনেক সময় লেগে যায়। এতে মহাসড়কের উভয়দিকে প্রায় ১৫ কিলোমিটারের অধিক যানজট সৃষ্টি হয়। দুপুর সাড়ে ১২টার দিকে যান চলাচল শুরু হয়। তবে ধীর গতিতে যানবাহন চলাচল স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ।
Posted ১০:১১ | বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain