নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২১ আগস্ট ২০২৪ | প্রিন্ট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে সোনারগাঁওয়ে মেঘনা সেতু অংশ পর্যন্ত চট্টগ্রাম মুখী লেনে প্রায় সাড়ে ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালক ও যাত্রীরা।
আজ ভোর থেকে দুর্ঘটনার কারণে এ যানজট সৃষ্টি হয় বলে জানা গেছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, তীব্র যানজটের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নারী ও বৃদ্ধরা। সেই সঙ্গে গতকাল রাত থেকে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে এই ভোগান্তি আরও বেড়েছে। বৃষ্টিতে ভিজেই গন্তব্যস্থলে যাওয়ার জন্য যাত্রীদের দীর্ঘক্ষণ যাবৎ মহাসড়কে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনেক যাত্রীকে পায়ে হেঁটেই গন্তব্যস্থলে যেতে দেখা গেছে।
এক চাকরীজীবী বলেন, কাঁচপুরে যাওয়ার উদ্দেশে শিমরাইল মোড়ে এসেছিলাম। মহাসড়কে এসে দেখি তীব্র যানজট। তাই পায়ে হেঁটেই অফিসে যাচ্ছি।
এক বাসচালক বলেন, প্রায় এক ঘণ্টা যাবৎ শিমরাইল মোড়েই অবস্থান করছি। বাস একটুও সামনে দিয়ে এগুচ্ছে না।
এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম শরফুদ্দীন জানিয়েছেন, আজ ভোরে সোনারগাঁওয়ের লাঙ্গলবন্দ অংশে একটি কাভার্ডভ্যান উল্টে যাওয়ার ফলে এ যানজট সৃষ্টি হয়েছে। এখন সেই কাভার্ডভ্যান সরিয়ে ফেলা হয়েছে।
Posted ০৭:২৯ | বুধবার, ২১ আগস্ট ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain