| শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঘোষিত আগামী ২৯ ডিসেম্বর (রোববার) সারাদেশ থেকে ঢাকা অভিমুখে মার্চ ফর ডেমোক্রেসি শীর্ষক অভিযাত্রা সফল করার আহ্বান এবং গ্রেফতারকৃত নেতা কর্মিদের মুক্তির দাবী জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপি।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মসূচি ঘোষণা এবং নেতা কর্মিদের গ্রেফতারের প্রতিবাদে বুধবার জরুরি সভার মাধ্যমে যুক্তরাজ্য বিএনপি নেতারা কর্মিরা দল মত নির্বিশেষে দেশের সকল গনতন্ত্রকামী নাগরিককে এ মার্চ ফর ডেমোক্রেসি অভিযাত্রায় অংশ নেওয়ার আহ্বান জানান। তারা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, এই অভিযাত্রা কর্মসূচিতে নেতাকর্মীদের আসতে বাধা বা হয়রানী এবং গ্রেফতার করা হলে অবৈধ সরকারকে আর এক মুহূর্তও ক্ষমতায় থাকতে দেয়া হবে না ।
৫ই জানুয়ারী নির্বাচন বাংলাদেশের মাটিতে কোন মতেই হতে দেয়া হবে না । যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি আবদুর হামিদ চৌধুরী, সহ সভাপতি আবুল কালাম আযাদ, যুগ্ন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মামুন, হেলাল নাসিমুজ্জামান, সাংগঠিন সম্পাদক জসিম সেলিম উদ্দিন, যুক্তরাজ্য স্বেচ্চাসেবক দলের যুগ্ন আহবায়ক মিজবাহুউদ্দিন সোহেল সহ আরো অনেকে ।
Posted ০৫:৪১ | শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin