| সোমবার, ২৮ এপ্রিল ২০১৪ | প্রিন্ট
ঢাকা, ২৮এপ্রিল : ঢাকায় মুক্তি পাচ্ছে স্পাইডার-ম্যান সিরিজের নতুন ছবি দ্য অ্যামেইজিং স্পাইডার-ম্যান-২। একই সঙ্গে সিনেমাটি বিভিন্ন দেশে মুক্তি পেতে যাচ্ছে। সিনেপ্লেঙ কর্তৃপক্ষ জানিয়েছেন, তাদের যাত্রার শুরু থেকেই বাংলাদেশে হলিউডের সিনেমা মুক্তি দিয়ে আসলেও এবারই প্রথম আন্তর্জাতিক মুক্তির দিনে কোনো সিনেমা মুক্তি দিতে যাচ্ছে।
এ বিষয়ে স্টার সিনেপ্লেঙ এর মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ব্যবস্থাপক মেজবাহ উদ্দীন আহমেদ বলেন, ২ মে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশে ছবিটি মুক্তি দিচ্ছে তারা। এর মধ্য দিয়ে বিশেষ এক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে বাংলাদেশ। কারণ এই প্রথমবারের মতো হলিউডের ছবি মুক্তির দিনেই দেখার সুযোগ পাচ্ছে বাংলাদেশের দর্শকরা। সাধারণত যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্যান্য দেশে মুক্তি পাওয়ার পরে বাংলাদেশে আসে হলিউডের ছবিগুলো। সেজন্য অপেক্ষা করতে হয় দেশের দর্শকদের। এবার সেই অপেক্ষার অবসান ঘটাচ্ছে স্টার সিনেপ্লেঙ।’
জনপ্রিয় মার্ভেল কমিকস থেকে রূপালি পর্দায় জায়গা করে নেয়া ‘স্পাইডার-ম্যান’র দুনিয়া মাত করার বিষয়টা অজানা নয় কারো। পরপর কয়েকটি সিক্যুয়েল মুক্তির মধ্য দিয়ে ‘স্পাইডার-ম্যান’ হয়ে ওঠে বিশ্ব চলচ্চিত্র ইতিহাসের অন্যতম জনপ্রিয় সুপারহিরো।
২০১২ সালে সম্পূর্ণ নতুন আঙ্গিকে পর্দায় আসে দ্য অ্যামেইজিং স্পাইডারম্যান। যার পথ ধরে এবার আসছে ছবিটির দ্বিতীয় সিক্যুয়াল। এটি নিয়ে এরইমধ্যে দর্শকদের ব্যাপক কৌতুহল দেখা গেছে।
এবারের সিক্যুয়ালে আগের ছবির কলাকুশলীদের মধ্যে অনেকেই আবার ফিরে আসছেন এ ছবিতে। যেমন- পিটার পার্কার এবং স্পাইডারম্যানের ভূমিকায় অ্যান্ড্রু গারফিল্ড, পিটারের প্রেমিকা স্টেসির ভূমিকায় এমা স্টোন, পিটারের আন্টির ভূমিকায় স্যালি ফিল্ড এবং আরো অনেকে। এছাড়া নতুনদের মধ্যে রয়েছেন জেমি ফঙ, যিনি ছবিটির প্রধান খলনায়ক ইলেক্ট্রো-র ভূমিকায় অভিনয় করেছেন এবং তার সঙ্গে আরও এক খলনায়ক রাইনোর ভূমিকায় থাকবেন পল্ জিয়ামাট্টি। টিভি সিরিজ ক্রোনিকাল খ্যাত, ডেন ডিহানকে কাস্ট করা হয়েছে পিটারের বেস্ট ফ্রেন্ড হ্যারি অসবনের্র ভূমিকায় এবং অস্কার প্রাপ্ত অভিনেতা ক্রিস কুপারকে দেখা যাবে হ্যারির বাবার ভূমিকায়।
এই ছবির টাইটেল স্পনসরশিপ ও সার্বিক সহযোগিতায় বাংলালিংক প্রিয়জন প্যাকেজ। নির্দিষ্ট সংখ্যক শো- এর জন্য প্রিয়জন প্যাকেজের গ্রাহকরা একটি টিকেট কিনলে সঙ্গে আরো টিকেট ফ্রি পাবেন ।
Posted ১০:৪৭ | সোমবার, ২৮ এপ্রিল ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin