| রবিবার, ৩১ মে ২০২০ | প্রিন্ট
আতাহার হোসেন সুজন:- ঢাকা জেলার সমাজ সেবা কার্যালয়ে আওতাধীন “সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম, ঢাকা, প্রতিষ্ঠানের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা সুন্দর ও মনোরম পরিবেশে সাইটেড স্কুল( জান-ই-আলম সরকার উচ্চ বিদ্যালয়,খিলক্ষেত, ঢাকা) সম্মিলিত ভাবে একই সাথে একই শ্রেণি কক্ষে অধ্যায়ন করে আসছে। রিসোর্স প্রোগ্রামের সুযোগ্য রিসোর্স শিক্ষক (অফিসার) তাঁর সহকারী শিক্ষকদের নিয়ে হোষ্টেলের অবস্থানরত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে সার্বক্ষণিক ভাবে তাদের লেখা পড়ার বিষয়ে তদারকি করে আসছিলেন।তারই ধারাবাহিকতায় সদ্য প্রকাশিত এস,এস,সি/২০২০ সালের পরীক্ষার ফলাফল। ১) মোঃ রাফাত করিম, রোলঃ- ৩০২০২৭ গ্রেড-৪.৭২ ২) মোঃ ইব্রাহীম, রোলঃ- ৩০২০৩২ গ্রেড-৪.৭২ ৩) মোঃ রাশেদ মৃধা, রোলঃ- ৩০২০৩৬ গ্রেড-৪.৮৯ এই ফলাফলের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব সহ শ্রেণি কক্ষের শিক্ষকরাও কম দাবিদার নয়।
মোঃ রাফাত করিম। সে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কাছ থেকে ২০১৬ সালে ব্রেইল বই সংগ্রহ করেছিল। পাশের হার শতভাগ। এখানে উল্লেখ্য যে, মানবিক শাখায় উক্ত বিদ্যালয়ের ছাত্র -ছাত্রীদের মধ্যে সেরা অবস্থানে। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা ব্রেইল পদ্ধতি ও অন্যান্য ডিভাইসের মাধ্যমে তাদের লেখা পড়া চালিয়ে যাচ্ছেন।যদিও এটি খুব ব্যয় বহুল এবং কষ্ট সাধ্য।তবে সেটা আমাদের জনবান্ধন,প্রতিবন্ধীবান্ধব সরকার সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য লেখা পড়ার বিষয়ে সকল উপকরণ বিনামূল্যে সাহায্য – সহযোগিতা করে আসছেন।
এই জন্য অত্র প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা জনাব মোহাম্মদ ইব্রাহীম, সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই। এবং সকল প্রতিবন্ধী শিক্ষার্থীরা যাতে ভালো ভাবে লেখা পড়া চালিয়ে যেতে পারেন, সেই জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন ।
Posted ২২:৩৪ | রবিবার, ৩১ মে ২০২০
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain