নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩ | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার দাড়িয়াপুর এলাকায় ঢাকাগামী মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকামুখী আপ লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আজ দুপুরে এ ঘটনা ঘটে। গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী স্টেশন মাস্টার জসিম মিয়া।
জানা গেছে, অতিরিক্ত গরমে রেললাইন বেঁকে ব্রাহ্মণবাড়িয়ার দাড়িয়াপুরে মালবাহী কন্টেইনারের ১২টি চাকা লাইনচ্যুত হয়েছে।
এ নিয়ে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলীম হোসেন শিকদার গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়েছে। কি কারণে লাইনচ্যুত হয়েছে তা এখনও বলা যাচ্ছে না। আপ-লাইনে ট্রেন চলাচল আপাতত বন্ধ থাকলেও ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক।
Posted ০৯:৪১ | বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain