নিজস্ব প্রতিবেদক | শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ | প্রিন্ট
অনলাইন ডেস্ক: বাংলাদেশের ব্যান্ড সংগীতের লেজেন্ডারি শিল্পী আইয়ুব বাচ্চুর একটি অপ্রকাশিত নতুন গান প্রকাশ পাচ্ছে আগামীকাল। জানা গেছে, ১ ডিসেম্বর প্রকাশিত হচ্ছে নতুন এই গানটি। ভক্তদের জন্য এই আনন্দের সংবাদ নিয়ে এসেছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন।
মৃত্যুর আগে বেশ কিছু গান তৈরি করেছিলেন এই ব্যান্ডতারকা। তবে নানা কারণে প্রকাশ করেননি বা করার সুযোগ পাননি।
সেই অপ্রকাশিত গানগুলো একে একে প্রকাশ করার পরিকল্পনা নিয়েছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। সেই পরিকল্পনা অনুযায়ী প্রথম গান ‘ইনবক্স’ প্রকাশ পাচ্ছে।
গানটির কথা লিখেছেন নিয়াজ আহমেদ অংশু। গানের সুর, সংগীত ও কণ্ঠ দিয়েছেন আইয়ুব বাচ্চু নিজেই। গানটি প্রকাশ পাচ্ছে ব্যান্ড মিউজিক ডে উপলক্ষে। বাংলাদেশে ব্যান্ড মিউজিক ডের যাত্রা শুরু হয়েছিল আইয়ুব বাচ্চুর উদ্যোগে। দিনটিকে উদ্যাপন করতে চ্যানেল আইয়ের সঙ্গে যৌথভাবে ব্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল শুরু করেছিলেন তিনি।
‘ইনবক্স’ গানটি মুক্তি পাবে আইয়ুব বাচ্চুর ইউটিউব চ্যানেল, আইটিউনস, স্পটিফাইসহ বেশ কয়েকটি প্ল্যাটফর্মে। গানটির মিউজিক ভিডিও তৈরী করেছেন তানভীর তারেক।
Posted ০৮:১৬ | শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain