সোমবার ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিবির মশিউর সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ | প্রিন্ট

ডিবির মশিউর সাময়িক বরখাস্ত

অনলাইন ডেস্ক : পুলিশের বিতর্কিত কর্মকর্তা এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের সাবেক ডিসি মশিউর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

 

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের

পুলিশ-১ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব ড. মোহাম্মদ আব্দুল মোমেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।

 

প্রজ্ঞাপনো বলা হয়, যেহেতু মশিউর রহমান ডিএমপির লালবাগ বিভাগের সাবেক উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বর্তমানে পুলিশ সুপার, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্তকে নিউমার্কেট থানার বিস্ফোরক মামলায় গত ২০ সেপ্টেম্বর গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে; সেহেতু মশিউর রহমানকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী ২০-৯-২০২৪ তারিখ থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।

 

সাময়িক বরখাস্তকালীন তিনি সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

 

মশিউর রহমান দীর্ঘদিন ডিএমপির ডিবিতে ছিলেন। এ সময় নানা কর্মকাণ্ডে তিনি আলোচিত ও সমালোচিত হন। সবশেষ তিনি ডিবির লালবাগ বিভাগের উপকমিশনার ছিলেন। বিগত সরকারের শেষ দিকে তিনি অতিরিক্ত উপমহাপরিদর্শক পদে পদোন্নতি পান।

 

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মশিউর রহমানকে ডিএমপির ডিবি থেকে পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র-জনতার আন্দোলনে প্রাণহানির ঘটনায় মশিউর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।

 

১৯ সেপ্টেম্বর রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। তিনি দেশ ছেড়ে পালাতে চেয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
advertisement

Posted ১৬:৩৯ | রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com