| মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ | প্রিন্ট
২৯ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। আর এ নির্বাচনকে সামনে রেখে আজ থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় হল প্রাধ্যক্ষের কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়। চলবে ২৫ ফেব্রুরায়ি পর্যন্ত।
এ বিষয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান বলেন, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রাধ্যক্ষের কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম বিতরণ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মো. আব্দুল মোতালেব জানান, যারা বৈধ পরিচয়পত্রধারী তারা বিনামূল্যে ফরম নিতে পারবেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ ও মনোনয়ন বাছাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি। যাচাই-বাছাইয়ের পর ৩ মার্চ হলের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
আর ভোটগ্রহণ হবে ১১ মার্চ (সোমবার) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত।
Posted ১৩:১৯ | মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৯
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain