| শুক্রবার, ০৯ মে ২০১৪ | প্রিন্ট
মোঃ খালেদ আহমদ, বার্মিংহাম : গত বৃহস্পতিবার বার্মিংহামের স্মলহীথের কভেন্ট্রি রোডের একটি হলে অনুষ্ঠিত এই শোকসভায় প্রয়াত ডাঃ গোলাম সামদানীর জীবদ্দশার বিভিন্ন সামাজিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে তাঁর রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।
বিয়ানীবাজার এডুকেশন ট্রাষ্ট এর সভাপতি এ কে এম আসাদুজ্জামানের ও সাধারণ সম্পাদক মোঃ বিলাল বদরুলের পরিচালনায় অনুষ্ঠিত এই শোকসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিয়ানীবাজার এডুকেশন ট্রাষ্ট এর সহ-সভাপতি এনাম উদ্দিন জহুর ও কয়েস আহমেদ,সাংগঠনিক সম্পাদক লোকমান চৌধুরী,আনোয়ার উদ্দিন সালেহ,নুরুজ্জামান প্রমূখ।
শোকসভা শেষে মৌলানা সুলতান আহমেদের পরিচালনায় এক দোয়া মাহফিলও অনুষ্ঠিত হয়।
Posted ১০:৩০ | শুক্রবার, ০৯ মে ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin