নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪ | প্রিন্ট
আগামী ১ জুন থেকে শুরু হবে টি-২০ বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র ও উইন্ডিজে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে অংশ নেবে ২০টি দল। সীমিত ওভারের এই বৈশ্বিক আসর শুরু হতে এখনো প্রায় দুই মাস বাকি। তার আগেই চূড়ান্ত হয়েছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আটটি ভেন্যু।
২০২৩ সালের নভেম্বরে শেষ হয়েছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। ৫০ ওভারের ক্রিকেটের বিশ্বকাপ শুরু হতে বাকি এখনো ৩ বছর। আসরটি যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। এরই মধ্যে প্রোটিয়ারা তাদের আটটি ভেন্যু চূড়ান্ত করেছে, বাকি দু’দেশ এখনো তাদের বিশ্বকাপের মাঠ চূড়ান্ত করেনি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
নির্বাচিত আটটি স্টেডিয়াম হল স্যান্ডটনের ওয়ান্ডারার্স, সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্ক, ডারবানের কিংসমিড, গকেবেরহার সেন্ট জর্জেস পার্ক, পার্লের বোল্যান্ড পার্ক, কেপটাউনের নিউল্যান্ডস, ব্লুমফনটেইনের মানগাউং ওবাল এবং ইস্ট লন্ডনের বাফেলো পার্ক।
আসন্ন এই ওয়ানডে বিশ্বকাপে ১৪টি দল অংশগ্রহণ করবে। যেখানে ম্যাচ হবে সর্বমোট ৫৪টি। গ্রুপ পর্বে ২ গ্রুপে ৭টি করে মোট ১৪টি দল অংশ নেবে। এরপর প্রতিটি গ্রুপ থেকে ৩টি করে মোট ৬টি দল সুপার সিক্স রাউন্ডে উন্নীত হবে। সুপার সিক্সের শীর্ষ ৪ দল খেলবে সেমিফাইনাল। সেখান থেকে দুটি দল ফাইনালে মুখোমুখি হবে।
প্রোটিয়া ক্রিকেটের চিফ এক্সিকিউটিভ ফোলেতসি মোসেকি বলেন, ‘বিজ্ঞানসম্মতভাবে সবদিক খতিয়ে দেখে বিশ্বকাপের মাঠগুলি চূড়ান্ত করেছি আমরা। স্টেডিয়ামের কাছাকাছি নির্দিষ্ট মানের হোটেল, অনুশীলনের মাঠ, বিমানবন্দর থেকে দূরত্বের মতো বিষয়গুলি বিবেচনা করতে হয়েছে। বিশ্বকাপের সময় ক্রিকেটারদের যাতে বেশি সফর করতে না হয়, সেই বিষয়টিকে আমরা গুরুত্ব দিয়েছি।’
জানা গেছে, বিশ্বকাপের আয়োজক হওয়ার সুবাদে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে। তবে নামিবিয়াকে আফ্রিকার যোগ্যতা অর্জন পর্ব খেলে যোগ্যতা অর্জন করতে হবে।
একই ফরম্যাটে ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। যেখানে স্বাগতিক ভারত ও বাংলাদেশ।
Posted ০৬:১৪ | শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain