| সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
ফজলুল হক লন্ডন: গত ২৯শে ডিসেম্বর নর্থ ওয়েষ্ট লন্ডনের স্পাইস ট্রি রেষ্টুরেন্টে এম পি পদ প্রার্থী টিউলিপ সিদ্দিকির ইলেকশন কেইমপেইং এর জন্য এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন কমিউনিটি নেতা শাহাব উদ্দিন সাবুল এবং পরিচালনা করেন ফয়জুর রহমান মোস্তাক। গভায় বক্তব্য রাখেন:- তাজ উদ্দিন তাজ,নাদিয়া শাহ,মাসুদুল ইসলাম রুহুল,হাজী ওস্তার আলী,সাবেক ক্যাটারার আশরাফ উদ্দিন,নজরুল ইসলাম অকিব,জহির উদ্দিন,নাজিম উদ্দিন, কালাম ও আল আমিন প্রমুখ। প্রথমে কমিউনিটির পক্ষ হইতে ফুলের তোরা দিয়ে লেবার পার্টি থেকে এম,পি পদ প্রার্থী টিউলিপকে স্বাগত জানানো হয়। বক্তারা বলেন:- ২০১৫ সালের জেনারেল ইলেকশনের আর মাত্র বাকি আছে ৪৯০ দিন।
এখন থেকে আমরা সকলে মিলে প্রতিদিন টিউলিপের ইলেকশনের প্রচারনায় আমাদের সকলে মাঠে নেমে কাজ করতে হবে। কেমডেন,ব্রেইন ত্র“স,কিলবার্ন এলাকার লোকাল মসজিদ,কমিউনিটি সেন্টার,লাইব্রেরী,গীর্জায় যে যেখানে পারি সেখানে প্রচারনা চালিয়ে যাবার আহব্বান জানান।এবার আমাদের একটি সুযোগ এসেছে আমরা বাংলাদেশী কমিউনিটি থেকে টিউলিপকে ব্রিটিশ পার্লামেন্টে দেখতে চাই। এ জন্য আমরা বাংলাদেশীরা সবাই কাদে কাদ মিলিয়ে টিউলিপের জন্য কাজ করে যাবে বলে সকলের বক্তব্যে তা প্রকাশ পায়।
Posted ২২:৪৫ | সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin