| বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯ | প্রিন্ট
বঙ্গবন্ধু বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে ঢাকা প্লাটুনকে ব্যাটিংয়ে পাঠাল রাজশাহী রয়্যালস দলনেতা আন্দ্রে রাসেল।
এবারের বিপিএলটা ঢাকার অধিনায়ক মাশরাফির জন্য ভিন্ন চ্যালেঞ্জ। দল পাওয়া নিয়ে যে বিড়ম্বনা তৈরি হয়েছিল সেটা খোদ মাশারাফিকেও হতাশ করে। তাইতো এবার আগেভাগে নেমে পড়েন বিপিএল অনুশীলনে।
ওজন কমিয়ে নতুন করে শুরুর চেষ্টা মাশরাফির। সেই সাথে নিজ দলকে নিয়ে যেতে চান অনেকদূর। অবশ্য ঢাকা প্লাটুন যেমন দল গড়েছে তাতে মাশরাফির চাওয়া পূরণ হওয়া অস্বাভাবিকও নয়।
তাদের আছে দেশসেরা ওপেনার তামিম ইকবাল। টি২০ ক্রিকেটের অন্যতম বড় বিজ্ঞাপন শহীদ আফ্রিদি। এছাড়া লংকান অলরাউন্ডার থিসারা পেরারাও খেলছেন ঢাকার হয়ে।
সেক্ষেত্রে এই ম্যাচে রাজশাহীকে পরীক্ষাই দিতে হবে। তবে আন্দ্রে রাসেলের নেতৃত্বে গড়া রাজশাহীও কম নয়। দেশি-বিদেশি তারকাদের নিয়ে দারুণ দল তাদের। আজ ঢাকাকে চমকে দিলেও দিতে পারে রাজশাহী।
ঢাকা প্লাটুন একাদশ: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, জাকের আলি অনিক, হাসান মাহমুদ, লরি ইভানস, শহীদ আফ্রিদি, আরিফুল হক, মেহেদি হাসান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), থিসারা পেরেরা এবং ওয়াহাব রিয়াজ।
রাজশাহী রয়্যালস একাদশ: লিটন দাস, হযরতউল্লাহ জাজাই, অলক কাপালি, ফরহাদ রেজা, আফিফ হোসেন, মিনহাজুল আবেদিন আফ্রিদি, শোয়েব মালিক, আন্দ্রে রাসেল (অধিনায়ক), রবি বোপারা, আবু জায়েদ রাহী এবং তাইজুল ইসলাম।
Posted ১৪:৩২ | বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain