| রবিবার, ২৩ মার্চ ২০১৪ | প্রিন্ট
২৩ মার্চ: টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বি ভারতের কাছে ৭ উইকেটে হেরেছিল পাকিস্তান। রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ১৬ রানে জিতে এই আসরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান।
পাকিস্তানের দেয়া ১৯২ রানে জয়ের লক্ষ্যে খেলতে নামা অস্ট্রেলিয়া ১৭৫ রানে গুটিয়ে গেলে ১৬ রানে জিতে যায় আনপ্রেডিক্ট্যাবল পাকিস্তান।
শুরুতেই অসি ইনিংসে আঘাত হানেন পাকিস্তানি বোলার জুলফিকার বাবর। দলীয় ৪ রান ওয়ার্নারকে এবং ৮ রানে শেন ওয়াটসনকে ফিরিয়ে দেন জুলফিকার বাবর। দুইজনেই করেন ৪ রান করে। এরপর এর আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯১ রানের বড় সংগ্রহ গড়ে। মূলত দুই সহোদর কামরান আকমল ও উমর আকমলের দায়িত্বশীল ব্যাটিংয়ে বড় স্কোর গড়ে পাকিস্তান।
৭ রানে ওপেনার আহমেদ শেহজাদ আউট হলে প্রথম উইকেট হারায় পাকিস্তান। শেহজাদ ৫ রানের বেশি এগুতে পারেননি। ২৫ রানে অধিনায়ক মোহাম্মদ হাফিজ বিদায় নিলে দ্বিতীয় উইকেটের পতন ঘটে পাকিস্তানের। তৃতীয় উইকেট জুটিতে দুই সহোদর কামরান আকমল ও উমর আকমলের দুরন্ত ব্যাটিং পাকিস্তানকে বড় সংগ্রহের দিকে নিয়ে যায়। এই জুটি ৮.৩ ওভারে ৯৬ রানের পার্টনারশিপ গড়ে বিচ্ছিন্ন হয়। কামরান আকমল ৩১ বলে ৩১ রান করে আউট হন। দলীয় রান তখন ১২১।
এরপর উমর আকমলের সাথে জুটি বাধেন শোহেব মাকসুদ। মাকসুদের সাথে ২৬ রানের পার্টনারশিপ গড়েন উমর আকমল। এই ২৬ রানের মধ্যে মাকসুদের রান মাত্র ৫। ১৪৭ রানের মাথায় বিদায় নেন মাকসুদ। এরপর উমর আকমল শহিদ আফ্রিদির সাথে ৩৩ রানের আরো একটি পার্টনারশিপ গড়েন। উমর আকমল থামেন ৯৪ রানে। তার ৫৪ বলের ইনিংসে নয়টি বাউন্ডারি ও চারটি ছক্কার মার রয়েছে।
শেষদিকে শহিদ আফ্রিদির দ্রুতগতির ১১ বলে ২০ ও শোয়েব মালিকের ৩ বলে ৬ রানের অপরাজিত ইনিংসের কল্যাণে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯১ রান স্কোরবোর্ডে জমা করে।
অসি বোলারদের মধ্যে নাথান কোল্টার দুটি এবং মিচেল স্টার্ক, ডাগ বলিঞ্জার এবং শেন ওয়াটসন একটি করে উইকেট নেন।
অস্ট্রেলিয়া দল:
ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, শেন ওয়াটসন, গ্লেন ম্যাক্সওয়েল, জর্জ বেইলি, ব্রাড হজ, ব্রাড হাডিন, মিশেল স্টার্ক, নাথান কোল্টার নাইল, ব্রাড হগ ও ডুগ বলিঞ্জার।
পাকিস্তান দল:
আহমেদ শেহজাদ, কামরান আকমল, মোহাম্মদ হাফিজ, উমর আকমল, শোয়েব মালিক, শোয়েব মকসুদ, শহিদ আফ্রিদি, বিলওয়াল ভাট্টি, উমর গুল, জুলফিকার বাবর ও সাঈদ আজমল।
Posted ২৩:২০ | রবিবার, ২৩ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin